সঞ্চয়ন মিত্র, কলকাতা :  চৈত্র শেষে তীব্র দহনজ্বালা। শুক্রবার ১৫টি জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রি ছাড়িয়ে গেল। কলকাতার আলিপুরে ৪১ ডিগ্রি ছুঁল তাপমাত্রার পারদ, সল্টলেকে ৪২। বেশ কয়েকটি জেলায় তার থেকেও বেশি গরম। আগামী ৫ দিনে এই কষ্ট আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

কষ্ট আরও বাড়বে 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি বা গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। এমনই আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দফতর। নতুন করে উল্লেখযোগ্য ভাবে তাপমাত্রা না বাড়লেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে আগামী চার-পাঁচ দিন।

কলকাতায় তাপপ্রবাহ

বেলা বাড়লেই লু বইছে। আগামী চার পাঁচ দিন এইরকম পরিস্থিতি থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুকনো গরম এবং অস্বস্তিকর গরম হাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৫ ডিগ্রি বেশি। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ২৯.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি।

সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা?

আপাতত চার পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী বুধবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও রীতিমতো বাড়ছে তাপমাত্রা। আরো এক দু ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়াবিদদের আশঙ্কা দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে তাপপ্রবাহের একটি স্পেল আসতে পারে। সেক্ষেত্রে বুধবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েক দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মালদা ও দুই দিনাজপুরের কোথাও কোথাও লু এর মতো পরিস্থিতি হতে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা এবং বিহার ও ঝাড়খন্ডে  বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া 

Date Min Temp Max Temp Weather
15-Apr 29.0 41.0
Heat Wave
16-Apr 29.0 41.0
Heat Wave
17-Apr 29.0 40.0
Heat Wave
18-Apr 29.0 41.0
Heat Wave
19-Apr 29.0 41.0
NA
20-Apr 29.0 42.0
Hot & Humid day
21-Apr 29.0 42.0
Hot & Humid da