কলকাতা :  আজ থেকে আবহাওয়ার ( Weather Change ) পরিবর্তন। একদিকে তাপপ্রবাহ পশ্চিমের জেলায়। অন্যদিকে আংশিক মেঘলা আকাশ কয়েকটি জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমলেও ফের আগামী সপ্তাহে তাপপ্রবাহের সম্ভাবনা।

শক্তি বাড়িয়েছে মোকা 
ঘূর্ণিঝড় মোকা শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি দিক পরিবর্তন করবে। সকালে উত্তরমুখী হলেও বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড় মোকা উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ১৪ই মে রবিবার দুপুরে  মায়ানমারের সিতওয়ে (sittwe) বন্দরের কাছাকাছি এটি ল্যান্ড ফল করবে। 

পশ্চিমবঙ্গে কি ফিরবে ফণী , আম্ফানের স্মৃতি ?

পশ্চিমবঙ্গে উপকূলে মৎস্যজীবীদের জন্য শুধুমাত্র সতর্কবার্তা রয়েছে। আজ থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।

তাপপ্রবাহের শেষ ?

আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহ পশ্চিমের জেলাগুলিতে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায়। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।

সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়।

কলকাতার আবহাওয়া 
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ।দিনের তাপমাত্রা সামান্য কমলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শনি ও রবি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
12-May 29.0 38.0
Partly cloudy sky with possibility of development of thunder lightning
13-May 28.0 37.0
Partly cloudy sky
14-May 28.0 37.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
15-May 28.0 38.0
Partly cloudy sky
16-May 29.0 38.0
Partly cloudy sky
17-May 29.0 38.0
Mainly Clear sky
18-May 28.0 38.0
Mainly Clear sky

আরও পড়ুন :

গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?