কলকাতা: দোলের আগে কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আপাতত পরিষ্কার থাকবে আকাশ। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে। উত্তর পশ্চিমের হাওয়া বইবে। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া বেলা বাড়লে গরম বাড়বে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পুবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সঙ্ঘাতে বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদল হতে পারে। আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।


মৌসম ভবনের তরফে জানান হয়েছে, ওড়িশা এবং রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। ১০ মার্চ এবং ১২ মার্চ দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। 


আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ১৪ মার্চ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দিনভর মেঘলা আকাশ পশ্চিমের জেলাগুলিতে অন্যান্য জেলাতেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।


আজ থেকে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া আগামী আজ পর্যন্ত। হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন নেই তাপমাত্রার।                              


অন্যদিকে, আজ ও কাল দার্জিলিংয়ে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা কালিম্পং এর পার্বত্য এলাকাতেও। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।


তাপমাত্রায় কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী তিন দিন তাপমাত্রা খুব সামান্য কমবে। শনিবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে ক্রমশ চড়বে পারদ। কলকাতা সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। দিনভর পরিষ্কার আকাশ। বেলা বাড়লে গরম বাড়বে। আগামী দু'দিন তাপমাত্রায় কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই।


রবিবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩১ থেকে ৮৬ শতাংশ।