কলকাতা: ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ার বিরাট বদল। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী ২৪ ঘণ্টা পর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি, ঝড়ের তাণ্ডব চলছে একটানা। যার জেরে আরও কমবে তাপমাত্রার পারদ। 

দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যে। এর ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।   বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গলের পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। মধ্যপ্রদেশ থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যেটি ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে আরও একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতে। দমকা ঝোড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতি ও শুক্রবারেও ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে।                         

মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতে। 

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এবং শনিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এ সপ্তাহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে।