Budget 5G Phone: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন। এই স্মার্টফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। ৩২ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন ৬০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে রয়েছে MIL-STD-810H military-grade durability certification, অর্থাৎ এই ফোন যথেষ্ট শক্তপোক্ত। দামও রয়েছে সাধ্যের মধ্যেই। এটি একটি বাজেট ৫জি ফোন। 

ভারতে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়েছে, কবে শুরু হচ্ছে বিক্রি, কোন কোন রঙে লঞ্চ হয়েছে, জেনে নিন 

রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১১,৪৯৯ টাকা। ক্রেতারা ৭০০ টাকা ছাড়া পাবেন এই দুই ভ্যারিয়েন্ট কেনার ক্ষেত্রেই। ক্রিস্টাল পার্পল এবং Onyx ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো সিরিজের নতুন ৫জি ফোন। আগামী ২৩ জুন থেকে বিক্রি শুরু হতে চলেছে এই ফোনের। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। 

রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি অক্টা-কোর ৬ এনএম প্রসেসর রয়েছে। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৫- এর সাপোর্ট। গুগল জেমিনি ইন্টিগ্রেশনের সাপোর্টও রয়েছে এই ফোনে। 
  • আয়তাকার রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে অটো ফোকাস সাপোর্ট যুক্ত রয়েছে। ক্যামেরা সেটআপের সঙ্গে পিল শেপের এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে। AI যুক্ত একাধিক ইমেজিং এবং এডিটিং ফিচারের সাপোর্ট রয়েছে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে, যেমন- AI Clear Face ফিচারের সাপোর্ট রয়েছে। 
  • ১৫ ওয়াটের ওয়্যারড এবং ৫ ওয়াটের রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো ও জলে সহজে নষ্ট হবে না। USB Type-C পোর্ট দিয়ে চার্জ দেওয়া যাবে এই ফোনে। এই ফোনের ওজন প্রায় ১৯৭ গ্রাম।