কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খন্ড ছত্রিশগড়ের দিকে। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। কাল থেকে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা বাড়বে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। সতর্কবার্তায় এও বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এটি খুব ধীরে ধীরে ঝাড়খন্ড এবং উত্তর ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তিন জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। অবশ্য মঙ্গলবার বিকেল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলার দু এক জায়গায়। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার থেকে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কমবে।                                              

দিনভর বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। একই অবস্থা বজায় থাকবে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলোয় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিকিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।   

দেশের পশ্চিম প্রান্ত থেকে এ রাজ্য়ের দিকে একটি মৌসুমি অক্ষরেখা ক্রমশ বিস্তৃত। যা  উত্তরপ্রদেশ অতিক্রম করে বাংলার বাঁকুড়া এবং দিঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে এসে মিশেছে। ফলে একদিকে নিম্নচাপ, অন্যদিকে দেশের পশ্চিম দিক থেকে বিস্তৃত মৌসুমি অক্ষরেখাটির জেরে দক্ষিণবঙ্গের আকাশেই ঘন কালো মেঘের ঘনঘটা।