সঞ্চয়ন মিত্র এবং অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ভরা শীতে (Winter) বৃষ্টির ভ্রুকুটি। বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে আবহাওয়া বদলাবে। বৃষ্টি হতে পারে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। ধীরে ধীরে শীতের দাপট কমবে, বাড়বে তাপমাত্রা।                                                                                                       

  


কী জানান হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে?  


দিনভর মেঘলা আকাশ থাকবে। ইতিমধ্যেই বৃষ্টিও শুরু হয়েছে রাজ্যে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির বেশি সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। অসময়ের এই বৃষ্টিতে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতি আশঙ্কা। আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। 


উত্তরবঙ্গের আবহাওয়া


দার্জিলিঙে তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা। তুষারপাত হতে পারে আগামী দু-তিনদিন। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা। সকালে কুয়াশা পরে মেঘলা আকাশ। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই।


কলকাতায় 
আজ সকালে কুয়াশা ও পরে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলতে পারে, বেলার দিকে আবহাওয়ার উন্নতি। রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে থাকবে। শীতের আমেজ থাকলেও কাঁপন কমবে। কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম।


 
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭১ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। 


আরও পড়ুন, সকাল থেকে ফের শহরে ED-র অভিযান


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে