West Bengal News Live Updates: হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর, তৃণমূলের 'সংহতি মিছিলে'র বিরুদ্ধে বিজেপি নেতার আবেদন খারিজ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফের সভায় শর্তসাপেক্ষে অনুমতি । ২১ জানুয়ারি আইএসএফের সভায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের। দুপুর ২.৩০ থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সভার অনুমতি। '১ হাজার জনকে নিয়ে সভা করতে পারবে আইএসএফ। ব্যবহার করা যাবে না ১৫টির বেশি গাড়ি'২, উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, নির্দেশ হাইকোর্টের
রাম মন্দির উদবোধনের আগে শুভেন্দু অধিকারীর জেলায় এবার গীতা পাঠের আসর। হলদিয়ার চৈতন্যপুরে অনুষ্ঠিত হল সহস্র কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠান। সনাতন ইউথ সেবা ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এই গীতা পাঠের আয়োজন করলেও তার পুরোধা ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বিজেপির মন্ডল সভাপতি থেকে বিজেপির একাধিক পদাধিকারী ছিলেন এই অনুষ্ঠানে। ভারতীয় প্রাচীন সংস্কৃতির প্রচারের জন্য এই গীতা পাঠের আয়োজন, বিজেপি নেতৃত্বরা এমন দাবি করলেও, তৃণমূলের দাবি, গীতাপাঠকে বিজেপি রাজনীতিতে নামিয়ে এনেছে।
প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করে নতুন সম্পত্তির হদিশ। রাজারহাটের পাথরঘাটায় প্রসন্ন রায়ের বাগানবাড়িতে ইডি। 'কয়েক বছর আগে বাগানবাড়িটি কিনেছিলেন প্রসন্ন', নিউটাউনের বাংলোয় জিজ্ঞাসাবাদের সময়ই জানা গেছে বাগানবাড়ির তথ্য: সূত্র
আজ দিনভর মেঘলা আকাশ, পরে বৃষ্টির পূর্বাভাস। রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুরের একাংশে বৃষ্টি শুরু। বৃষ্টিতে জল জমেছে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায়। বৃষ্টি দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়ায়। অসময়ের এই বৃষ্টিতে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলতে পারে, বেলার দিকে আবহাওয়ার উন্নতি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার থেকে অনেকটাই নীচে পারদ, থাকবে শীতের আমেজ
'আজ সারাদিন বাংলায় কথা বলব, সুপ্রিম কোর্টে উত্তর চাইলে উত্তর দেব। আদালতকে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'ভাল সিদ্ধান্ত, ভারতের বিভিন্ন আদালতে মাতৃভাষায় কথা বলা হয়।বিচারপতি সুকুমার চট্টোপাধ্যায় বাঙাল ভাষায় কথা বলতেন', আদালতে জানালেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। 'লক্ষ্য করেছি, অনেকে বাংলায় কথা বলেছেন বলে জিভ কেটেছেন। মাতৃভাষায় কথা বলার জন্য যদি জিভ কাটতে হয়, তাহলে ২১ ফেব্রুয়ারির কোনও মানে হয় না', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
'রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। শূন্য সদস্যপদও দ্রুত পূরণ করুক রাজ্য সরকার', রাজ্যকে চিঠি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। 'চেয়ারম্যান ও একাধিক সদস্যের পদ খালি থাকার কারণে চাকরি পেতে সমস্যা হচ্ছে', রাজভবনের পিস রুমে চাকরিপ্রার্থীদের একাধিক অভিযোগ এসেছে, জানিয়েছেন রাজ্যপাল
'২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন কী ব্যবস্থা নিয়েছে রাজ্য? আইনশৃঙ্খলা বজায় রাখতে কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার?', জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের
বাঙালি কমিকস শিল্পী নারায়ণ দেবনাথের মৃত্যু দিন উপলক্ষে ডুমুরজলা স্টেডিয়ামের কাছে তাঁর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হল। আজ সকালে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে এই মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এদিনের অনুষ্ঠানে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন নারায়ণ দেবনাথ তার নিজের বিধানসভা এলাকায় থাকতেন। তাঁর সঙ্গে এক আত্মিক সম্পর্ক ছিল। তিনি সারা পৃথিবীর বাঙালি শিশুদের কাছে পরিচিত। নারায়ণ দেবনাথ মানে আবেগ। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে বিভিন্ন পুরস্কারও দেওয়া হয় এবং শেষ জীবনে তার চিকিৎসার সমস্ত ভার নেওয়া হয়। তিনি তার সৃষ্টির মাধ্যমে বাঙালির হৃদয়ে থেকে যাবেন। বাংলা পক্ষের উদ্যোগে এই মূর্তি প্রতিষ্ঠার জন্য তাদের তিনি ধন্যবাদ দেন। এদিন বাংলা পক্ষ থেকে সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় দাবি করেন গোটা পৃথিবীতে এই প্রথম নারায়ণ দেবনাথের মূর্তি বসানো হল। বাঙালি মূর্তির উচ্চতা দিয়ে মাপে না, তারা মূর্তিকে হৃদয়ে রাখে। নারায়ণ দেবনাথ শুধুমাত্র বাঙালির। তার সৃষ্টি বাঙালি শিশুদের মন তৈরি করতে সাহায্য করবে। তিনি কটাক্ষ করে বলেন এখন যেসব বাইরের রোগা, পাতলা, মোটা বিভিন্ন ধরনের কমিকস চরিত্র বাঙালি শিশুদের মন গ্রাস করে নিচ্ছে তা যথেষ্ট উদ্বেগের। একটা জাতি বেঁচে থাকে তার শিশুদের মন তৈরির উপর। নারায়ণ দেবনাথের সৃষ্টি নিয়ে সিনেমা তৈরিতে যাতে বাঙালি ব্যবসায়ীরা এগিয়ে আসেন সেজন্যে তিনি তাদের কাছে আবেদন জানান।
বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে পথবাসীদের হাতে শীত-পোশাক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কথা বললেন পথবাসীদের সঙ্গে।
১০০ দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ। ভুয়ো জব কার্ড খুঁজতে ৪ সদস্যের কমিটি গড়লেন প্রধান বিচারপতি। কেন্দ্র, রাজ্য, ক্যাগ এবং অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের একজন করে প্রতিনিধি নিয়ে গঠন করা হবে এই কমিটি। এই দুর্নীতির যে টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে তা সঠিক হাতে যাক, মন্তব্য প্রধান বিচারপতির। দুর্নীতির তদন্ত হবে, কিন্তু যারা ন্যায্য প্রাপক তাদের কি হবে? প্রশ্ন প্রধান বিচারপতির। 'কারা কাজ করেছেন, কারা ন্যায্য প্রাপক, সেই তালিকা রাজ্যের কাছে আছে। তাঁদের টাকা দিয়ে দেওয়া হোক, আদালত তাঁদের কাছে যাবে', তাঁদের প্রশাসনের কাছে যেতে হবে না, মন্তব্য প্রধান বিচারপতির। ১০০ দিনের কাজের টাকা না পেয়ে ৩২৭ জন পোস্টকার্ড পাঠিয়ে অভিযোগ জানিয়েছেন, জানালেন প্রধান বিচারপতি। নতুন করে ১০০ দিনের প্রকল্পের কাজ চালু করার জন্য উদ্যোগী হতে হবে কেন্দ্র-রাজ্যকে, মন্তব্য প্রধান বিচারপতির। 'রাজ্য হলফনামা দিয়ে জানিয়েছে যে দুর্নীতি হয়েছে', এখনও অনেক টাকা উদ্ধার হয়নি, ভুয়ো জবকার্ড দেখার দায়িত্ব রাজ্যের, সওয়াল কেন্দ্রের। 'পুরুলিয়া-সহ বেশ কিছু জায়গায় বিপুল দুর্নীতির সন্ধান পাওয়া গেছে', আদালত নির্দেশ দিলে আমরা পূর্ণাঙ্গ তদন্তে প্রস্তুত, জানাল সিবিআই।
হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারীর। ২২ জানুয়ারি তৃণমূলের 'সংহতি মিছিলে'র বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ হাইকোর্টে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি খারিজ করল আদালত । রাজ্যের সংহতি মিছিলের বিরোধিতায় প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সুশৃঙ্খলভাবে মিছিল করতে হবে, নির্দেশ আদালতের। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোন মন্তব্য করা যাবে না, নির্দেশ আদালতের
হলদিয়ায় নামী বেসরকারি ডিটারজেন্ট সংস্থার কারখানায় বিক্ষোভ। শ্রমিকদের অভিযোগ, তাঁদের অন্ধকারে রেখে গতকাল নতুন বেতন চুক্তি তৈরি করে ওই সংস্থা। ২৮০ জন অস্থায়ী শ্রমিকের ক্ষেত্রে বেতন বৈষম্যও ঘটানো হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে, কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে এই চার্টার অফ ডিমান্ডস, বা COD তৈরি করেছেন বলে অভিযোগ। এদিন বিক্ষোভস্থলে গিয়ে শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তৃণমূলের বিরুদ্ধে শ্রমিক-বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি। শাসকদলের দাবি, শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হয়েছে। বিজেপি বিধায়ক উস্কানি দেওয়ার চেষ্টা করছেন।
মুর্শিদাবাদের রানিনগরে শ্যুটআউট। গভীর রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে পরপর গুলি। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী মনোজ মণ্ডল মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে, অভিযোগ পরিবারের। প্রতিক্রিয়া মেলেনি গেরুয়া শিবিরের। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
৪৮ ঘন্টার মধ্যে হাতির হানায় ফের মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ায়। গতকাল মাঝরাতে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হরিচরণডাঙ্গা এলাকায় হাতির হানায় মৃত্যু হল বছর চব্বিশের মামনি ঘোড়ুই এর। এর আগে গত মঙ্গলবার বড়জোড়া ব্লকের গোপবান্দী এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের। ৪৮ ঘন্টার মধ্যে হাতির হানায় পরপর দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করল আলিপুরের বিশেষ আদালত। সিবিআইয়ের মতো দেশের প্রথম সারির সংস্থার কাছে এধরনের প্রবণতা মোটেই কাম্য নয়, পর্যবেক্ষণ বিচারকের। তদন্ত শেষের আগেই চূড়ান্ত চার্জশিট দেওয়া হয়েছে বলে এদিন আদালতে দাবি করেন এস পি সিনহার আইনজীবী।
SSC নিয়োগ দুর্নীতি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি মিডলম্যান প্রসন্ন রায়। সূত্রের খবর, প্রসন্নর কী ধরনের ব্যবসা, কীভাবে তিনি বিপুল সম্পত্তির মালিক হলেন, টাকার উৎস কী, তা জানতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। ED-র দাবি, উত্তরবঙ্গ, সুন্দরবন ও হাওড়ার গাদিয়াড়ায় প্রসন্নর হোটেল রয়েছে। এ ছাড়াও প্রসন্ন ও তাঁর পরিবারের সদস্যদের নামে-বেনামে সাড়ে চারশোর বেশি সম্পত্তির হদিশ মিলেছে। ED-র দাবি, সুপ্রিম কোর্ট জামিন পাওয়ার পর, এই সমস্ত সম্পত্তি বিক্রির চেষ্টা করছিলেন প্রসন্ন। তদন্ত চলাকালীন এই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে কেন্দ্রীয় এজেন্সি, সেই আশঙ্কা থেকেই বিক্রির চেষ্টা বলে ED-র দাবি।
জোড়া ঘূর্ণাবর্তের জের, ভরা শীতেও বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ দিনভর মেঘলা আকাশ। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। অন্যদিকে, দার্জিলিঙে পারদ মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা। আগামী দু’-তিনদিন শৈল-শহরে বরফ পড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। অসময়ের বৃষ্টিতে ফসল নষ্টের আশঙ্কায় মাথায় হাত চাষিদের। পুবালি বাতাসের দাপট বাড়ায়, পারদও ঊর্ধ্বমুখী। কলকাতায় তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি বেড়ে আজ ১৬.৩। বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে কাল বেলার দিকে আবহাওয়ার উন্নতি হবে।
২০২২-এর ২৭ অগাস্ট, নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে গ্রেফতার হন এই প্রসন্ন রায়। CBI-এর দাবি, শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রসন্ন ছিলেন মিডলম্যান। তাঁর মাধ্যমে কোটি কোটি টাকা তোলা হয়েছে। ২০১৪ থেকে ’২২, এই ৮ বছরে ৪৬৩টি সম্পত্তির মালিক হয়েছেন প্রসন্ন, তাঁর স্ত্রী এবং আত্মীয়-স্বজন। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কোটি কোটি টাকার এই সম্পত্তি নামে-বেনামে কেনা হয়েছে। চাকরি বিক্রির টাকাতেই এই বিপুল সম্পত্তি বলে দাবি করে CBI। এর মধ্যেই গত বছরের ১০ নভেম্বর, নিয়োগ দুর্নীতির দুটি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান মিডলম্যান প্রসন্ন রায়।
কালীঘাটে বিকল্প জায়গায় মিলল রাম পুজোর অনুমতি । নেপাল ভট্টাচার্য লেনের পরিবর্তে দেশপ্রাণ শাসমল পার্কে রাম পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ২২ জানুয়ারি সন্ধে ৬টা পর্যন্ত দেশপ্রাণ শাসমল পার্কের একাংশে অনুষ্ঠান করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় এবার মিডলম্যান প্রসন্ন রায়ের ৬টি ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। রণসাজে সজ্জিত কেন্দ্রীয় বাহিনী নিয়ে সকাল সকাল নিউটাউনের বলাকা আবাসনে প্রসন্ন রায়ের দুটি ফ্ল্যাটে, আইডিয়াল টাওয়ারে প্রসন্নর আরেকটি ফ্ল্যাট এবং নিউটাউনের অফিসে পৌঁছে যান ED-র আধিকারিকরা। মুকুন্দপুরের নয়াবাদের একতা আবাসনেও হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
সকাল থেকে ফের শহরে ED-র অভিযান। শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় এবার মিডলম্যান প্রসন্ন রায়ের ৬টি ঠিকানায় হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। নিউটাউনের বলাকা আবাসনে প্রসন্ন রায়ের দুটি ফ্ল্যাট, সল্টলেকের অফিসে চলছে ED-র তল্লাশি।
সন্দেশখালিতেই কি গা ঢাকা দিয়ে রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান? সিপিএমের প্রাক্তন বিধায়কের বক্তব্যে উস্কে উঠেছে জল্পনা। পুলিশই তাঁকে আড়াল করে রেখেছে। এক সুরে তৃণমূলকে নিশানা করেছে বিজেপিও। জবাব দিয়েছে শাসক দল।
আগামী সোমবার রাম মন্দিরের উদ্বোধন। তার আগে আজ থেকেই কলকাতা-অযোধ্যা সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে। কলকাতা বিমানবন্দর থেকে প্রথম উড়ান বেলা ১২টা ৪৫-এ হলেও আজ সেটি দুপুর ২টো নাগাদ ছাড়বে। ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে অযোধ্যার মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে পৌঁছবেন যাত্রীরা। ভাড়া ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা। সপ্তাহে তিনদিন মিলবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কলকাতা-অযোধ্যা বিমান পরিষেবা।
প্রেক্ষাপট
কলকাতা: সকাল থেকে ফের শহরে ED-র অভিযান। শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) এবার তিন মিডলম্যান প্রসন্ন রায় এবং তাঁর সহযোগী প্রদীপ সিং ও রোহিত ঝা-র ৭টি ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। রণসাজে সজ্জিত কেন্দ্রীয় বাহিনী নিয়ে এদিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে নিউটাউনের বলাকা আবাসনে দুই মিডলম্যান প্রসন্ন ও প্রদীপের দুটি ফ্ল্যাট, কাছেই আইডিয়াল ভিলায় প্রসন্নর বাংলো এবং আরও একটি ঠিকানায় পৌঁছে যায় ED। এ ছাড়াও, নিউটাউনের টার্মিনাস বিল্ডিংয়ে প্রসন্নর অফিস এবং মুকুন্দপুরের নয়াবাদের একতা আবাসনে প্রসন্নর সহযোগী ও আরেক মিডলম্যান রোহিত ঝা-র ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। ED-র দাবি, তদন্তে মিলেছে নতুন মিডলম্যান রোহিত ঝা-র নাম।
২০২২-এর ২৭ অগাস্ট, নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে গ্রেফতার হন এই প্রসন্ন রায়। CBI-এর দাবি, শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রসন্ন ছিলেন মিডলম্যান। তাঁর মাধ্যমে কোটি কোটি টাকা তোলা হয়েছে। ২০১৪ থেকে ’২২, এই ৮ বছরে ৪৬৩টি সম্পত্তির মালিক হয়েছেন প্রসন্ন, তাঁর স্ত্রী এবং আত্মীয়-স্বজন। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কোটি কোটি টাকার এই সম্পত্তি নামে-বেনামে কেনা হয়েছে। চাকরি বিক্রির টাকাতেই এই বিপুল সম্পত্তি বলে দাবি করে CBI। এর মধ্যেই গত বছরের ১০ নভেম্বর, নিয়োগ দুর্নীতির দুটি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান মিডলম্যান প্রসন্ন রায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -