সঞ্চয়ন মিত্র, কলকাতা: আবহাওয়ার খামখেয়ালি মনোভাব যেন বেড়েই চলেছে। গত দু'দিন জমিয়ে ঠান্ডা পড়লেও তিলোত্তমায় আজ পারদ ঊর্ধ্বমুখী। রবিবারে রবির তেজ তেমন জোরালো না হলেও দিনের বেলায় এ শহর 'উষ্ণ' থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাল থেকেই কুয়াশাবৃত কলকাতা। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উঁকি দেয় নরম রোদদুর। ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় আকাশ।                              


হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আজ কিছুটা ঊর্ধ্বমুখী হবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। এরপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।                               


আরও পড়ুন, অর্পিতার ফ্ল্যাটে পাওয়া ৫০ কোটির মধ্যে ছিল কুন্তলের টাকাও! চাঞ্চল্যকর দাবি ইডির


উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যে ফিরল শীতের আমেজ। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে আরও বাড়তে পারে ঠান্ডা। মঙ্গল ও বুধবার তাপমাত্রা সামান্য বাড়বে। কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। আর অন্যান্য জেলায় তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রির কাছাকাছি।                                                                         


দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উপকূলের জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা থাকবে। উত্তরবঙ্গেও আগামী ৩ দিন কুয়াশার দাপট চলবে।                                                  


এদিকে, দুধসাদা বরফে ঢেকেছে কেদারনাথ মন্দির। অন্যদিকে, চামোলি জেলায় ব্য়াপক তুষারপাত হচ্ছে। তুষার চাদরে মুড়ে গেছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধাম।