সঞ্চয়ন মিত্র, কলকাতা: মাঘের শুরুতে শীতের (Winter) খামখেয়ালিপনার মাঝেই বৃষ্টির ভ্রুকুটি রয়েছে আজ। শুক্রবার রাজ্যের উপকূলবর্তী ও উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও কলকাতা (Kolkata) , হাওড়াতেও (Howarh) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শনিবার শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
রবিবারে দক্ষিণবঙ্গেও শিলা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। এদিকে, বৃহস্পতির সকালেই তুষার চাদরে মুখ ঢাকা দিয়েছিল দার্জিলিং পাহাড়। ঘুম গা-ঢাকা দিয়েছিল সাদা আবরণে। তুষার পাত হল, চলল বৃষ্টি। দার্জিলিং, কালিম্পঙেও আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা অব্যাহত। গতকালের তুলনায় এক ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
আরও পড়ুন, টিকাকরণে পিছিয়ে বাংলা? পরিসংখ্যান প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ মোটামুটি শুকনো আবহাওয়া থাকলেও আগামীকাল থেকেই বাড়তে চলেছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে কলকাতা সহ আরও কিছু জায়গা ধোঁয়াশায় ঢাকা থাকবে সকালবেলা, এমনটাও জানান হয়েছে।
এমনিতেই মাঘের শুরুতে খামখেয়ালি শীতের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে কার্শিয়ং, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জায়গা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন।
আজ মূলত মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকবে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৮ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ।