গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: তীব্র তাপপ্রবাহের (Heat Wave) পর গত সপ্তাহেই মিলেছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Rain Fore Cast)। তারপর  থেকেই অপেক্ষায় সবাই। কখন একটু বৃষ্টি নামবে ?  তাপপ্রবাহ থেকে কখন মিলবে মুক্তি? অপেক্ষায় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দারা। এদিকে স্বস্তির পূর্বাভাসের মধ্যেই এল শঙ্কার খবর। দুর্যোগের আশঙ্কায় সতকবার্তা জারি হাওয়া অফিসের।


সুন্দরবন এলাকায় দুর্যোগের মাত্রা বেশি হতে পারে, টর্নেডো সতর্কতা জারি


গতকাল রাত থেকে জেলার আবহাওয়ায় বদল এসেছে। দমকা বাতাস বইছে। মাঝে মাঝে আকাশ মেঘে ছেয়ে যাচ্ছে। তাপমাত্রার পারদও নিম্নমুখী। আজ থেকে টানা কয়েকদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই পূর্বাভাস অনুযায়ী জেলাজুড়ে বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তাল হতে পারে নদী ও সমুদ্র। সুন্দরবন এলাকায় দুর্যোগের মাত্রা বেশি হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সুন্দরবন পুলিশ জেলার নামখানা-সহ একাধিক থানার পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে মাইক প্রচার শুরু হয়েছে।


মৎস্যজীবীকে যেতে নিষেধ


সামুদ্রিক মৎস্য শিকার বন্ধ থাকলেও স্থানীয় নদী, খাঁড়িতে মাছ ধরার সঙ্গে যুক্ত সকল মৎস্যজীবীকে নিষেধ করা হচ্ছে। এমনকি সুন্দরবনে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। সবমিলিয়ে একদিকে টানা গরমের হাত থেকে মুক্তি মিললেও দুর্যোগের আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে সুন্দরবনের বাসিন্দাদের।


ভারী বৃষ্টি-কালবৈশাখীর আশঙ্কা


আজ সোমবার ভারী বৃষ্টি-কালবৈশাখীর আশঙ্কা বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায়। উত্তরের সব জেলায় মাঝারি বৃষ্টি। আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। উপকূলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি। যার পরিমাণ ১০০ মিলিমিটার ছাড়াতে পারে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টি দক্ষিণের সব জেলায়। সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে দমকা হাওয়া। একই রকম বৃষ্টি উত্তরেও। 


আরও পড়ুন, সোমবার পেট্রোল সস্তা কোন শহরে ? আজ কী দরে জ্বালানি বিকোচ্ছে কলকাতায় ?


পরশু বুধবার উত্তরের পার্বত্য জেলায় বেশি বৃষ্টি। উত্তরের সমতলের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণের পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ঝাড়খণ্ড লাগোয়া জেলা অপেক্ষাকৃত বেশি বৃষ্টি পাবে। বৃহস্পতিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিন বিকেলের পর থেকে সার্বিকভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।