সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর ( Kal Boisakhi ) পরিস্থিতি তৈরি হতে পারে। শনি ও রবিবার মেঘলা আকাশই থাকবে বাংলা জুড়ে। দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা তো রয়েইছে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে। বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। অর্থাৎ গরম থেকে রেহাই মিলছে না। 

 শুক্রবার রাতেই ভিজেছে শহর থেকে জেলা।  শনিবার ভোর হয়েছে কুয়াশার চাদর মুড়ি দিয়ে।  রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বেশ কয়েকটি জেলায় শিলা বৃষ্টিও হতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে,  বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলা হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হতে পারে।

সোমবার থেকে বুধবার বৃষ্টি চলবে। সোমবার বৃষ্টি সামান্য কমলেও মঙ্গলবার আবারও বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  বৃষ্টি হবে কলকাতাতেও। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরে। আপাতত সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা উভয়ই বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের।

কলকাতায় দিনভর মেঘলা আকাশ বজায় থাকবে। বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো বাতাস ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৬.৪ মিলিমিটার। 

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? 
সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
16-Mar 24.0 34.0
Rain or Thundershowers with strong gusty winds
17-Mar 24.0 33.0
Rain or Thundershowers with strong gusty winds
18-Mar 26.0 33.0
Partly cloudy sky with possibility of development of thunder lightning
19-Mar 25.0 33.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
20-Mar 23.0 30.0
NA
21-Mar 24.0 32.0
Partly cloudy sky
22-Mar 24.0 32.0
Partly cloudy sky