অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : সপ্তাহ শেষেই গণেশ পুজো। প্রতি বছরই এই সময়টা শেষ-বর্ষার দাপট বাড়ে। এবার জুন-জুলাইতে তেমনভাবে ভেজেনি দক্ষিণবঙ্গ । অগাস্ট থেকে বেড়েছে বর্ষার দাপট। কেমন যাবে সেপ্টেম্বরের শুরুটা। কী জানাচ্ছে আবহাওয়া অফিস ? আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথায় কতটা বৃষ্টি হবে, তার পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর।


আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগেই । তবে স্থলভাগে প্রবেশ করার পর সেটি শক্তি ক্ষয় করেছে। পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাটি  শ্রী গঙ্গানগর, কোটা, রাইসান, গণ্ডিয়া থেকে সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে । আবার হরিয়ানা এবং নাগাল্যান্ডে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।


তবে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখার প্রভাবে এই মুহূর্তে রাজ্যে বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই। আগামী চার পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে।সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।‌


সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা মাঝারি স্বল্প স্থায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার থেকে আরো কমে যাবে বৃষ্টি। বৃষ্টি না হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।


অন্যদিকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে  দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন পাঁচ জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা আগামী ২৪ ঘন্টায়। আবার বুধবার ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। 


সোমবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। কখনও আংশিক  আবার কখনও মেঘলা আকাশ থাকতে পারে। স্বল্প সময়, খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। সোমবার,  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি । রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯০ শতাংশ।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।