সঞ্চয়ন মিত্র, কলকাতা : স্বস্তির খবর নেই। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি সোমবারও বজায় থাকবে। যদিও মঙ্গল ও বুধবার ঝড়-বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে শিলা বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহের পরিস্থিতি কোথায় কোথায়
সোমবার পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে । পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি রাজ্যের এই জেলাগুলিতে থাকবে। মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমতে পারে।
আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে
দমকা ঝড়ো হাওয়া
সপ্তাহের প্রথম কাজের দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। মঙ্গল ও বুধবার রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলতে পারে । সব জেলাতেই, বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনাও আছে , সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া আজ কেমন
উত্তরবঙ্গের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে।
ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা ?
অন্যদিকে কলকাতায় সোমবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য। গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। কলকাতায় মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।
আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে -
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
22-May | 28.0 | 36.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
23-May | 27.0 | 36.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
24-May | 25.0 | 36.0 | Generally cloudy sky with moderate rain | |
25-May | 25.0 | 35.0 | Rain or Thundershowers with strong gusty winds | |
26-May | 25.0 | 35.0 | Thunderstorm with rain | |
27-May | 26.0 | 35.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
28-May | 28.0 | 37.0 | Partly cloudy sky |