সঞ্চয়ন মিত্র, কলকাতা : কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ। বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ভরা ভাদ্রে থেকে থেকেই আকাশের মুখ ভার। সঙ্গে কয়েক পশলা বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে দিঘার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। তার জেরে, চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। 

ভারী বৃষ্টি হতে পারে

  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া
  • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর 
  • ঝাড়গ্রাম জেলা

    দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি কমার পাশাপাশি, বাড়বে তাপমাত্রা। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে।  

    কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া একনজরে : 

    Day Min Max Icon Text
    23-Aug 27.0 35.0   আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি 
    24-Aug 26.0 31.0   মেঘলা আকাশ , ভারী বৃষ্টি 
    25-Aug 26.0 33.0   মেঘলা আকাশ , ভারী বৃষ্টি 
    26-Aug 27.0 34.0   আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি 
    27-Aug 27.0 34.0   আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি 
    28-Aug 27.0 33.0   আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি 
    29-Aug 27.0 33.0  

    আংশিক মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি