নয়া দিল্লি: ভারতবাসীর স্বপ্ন সফল করে চাঁদের (Moon) দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ইসরোর (ISRO) চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। চন্দ্রপৃষ্ঠে সফলভাবে বিক্রম ল্যান্ডারের (Vikram Lander) ল্যান্ড শেষের পর চাঁদের বুকে নেমেছে রোভার প্রজ্ঞানও (Rover Pragyan)। এখনও পর্যন্ত ইসরোর পরিকল্পনামাফিকই চলছে গোটা প্রোগ্রামটি। চাঁদে সফলতা পাওয়ার পর এবার ইসরোর লক্ষ্যে সূর্য (Sun)। সৌর জগতের অধিপতির খোঁজখবর নিতেই আদিত্য-এল ওয়ান (Aditya L-1) মিশন পাঠাবে ইসরো (ISRO)। 


বৃহস্পতিবার ইসরোর আমদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ এম দেশাই জানান, এই মিশনের সব কাজ ও প্রস্তুতি প্রায় শেষ। এবার বাকি শুধু উড়ানের। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর PSLV রকেটের মাধ্যমে এই Aditya-L1 মিশনের উৎক্ষেপণ হবে। নীলেশ দেশাই জানান, পৃথিবী থেকে উৎক্ষেপণের পর গন্তব্যে পৌঁছতে প্রায় ১২৭ দিন সময় লাগবে আদিত্যর। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার অতিক্রম করতে হবে তাকে।


এই মিশনে Aditya-L1-কে একটি উচ্চ উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। সেখান থেকেই সূর্যের ওপর কড়া নজর রাখবে সে। সূর্যের নিত্যদিনের কাজকর্মও নজরবন্দি করার কথা রয়েছে।  


আরও পড়ুন, চাঁদের বুকেই কি আয়ু শেষ, নাকি ঘটবে মিরাকল! ‘বিক্রম’ ও ‘প্রজ্ঞান’কে নিয়ে উদ্বেগে ISRO


জানান হয়েছে, ২ সেপ্টেম্বর আদিত্যর পথে যাত্রা করতে পারে আদিত্য এল ওয়ান। ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে Aditya L-1 Mission- প্রথম সৌর অভিযান। Halo Orbit-এ পৃথিবী-সূর্যের মধ্যে Lagrange point 1-এ থাকবে Aditya L-1 মহাকাশযান। এই অবস্থানের একটি বিশেষত্ব রয়েছে। এই অবস্থানে মহাকাশযান থাকলে, কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখতে পারবেন  Aditya L-1. গ্রহণের সময়েও সমস্যা হবে না। অর্থাৎ সূর্যকে নিরীক্ষণ করতে কোনও বাধাই থাকবে না। ফলে সূর্যে কী হয়ে চলেছে তার রিয়েল-টাইম অ্যাক্টিভিটি দেখা যাবে। 


সূর্যের আপার ডায়নামিক্স নিয়ে তথ্য সংগ্রহ করবে Aditya L-1. ক্রোমোস্ফিয়ার এবং কোরোনা নিয়েও গবেষণা করবে। সূর্যের তাপমাত্রা নিয়েও তথ্য সংগ্রহ করবে।  partially ionised plasma, Sun Flares নিয়েও তথ্য সংগ্রহ করবে। সূর্য কীভাবে তাপ উৎপন্ন করে সেই তথ্য নিয়েও গবেষণা করবে এই Aditya L-1.


এর সঙ্গেই সূর্যের চৌম্বকীয় তরঙ্গ (Solar Magnetic Field) নিয়েও নিরীক্ষা চালাবে ISRO. সৌর বায়ু বা Solar Wind এবং সৌর ঝড় নিয়েও তথ্য সংগ্রহ করবে ইসরোর এই অভিযান।