ওয়াশিংটন: বিতর্ক ও ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Arrested)! একপ্রকার সমার্থক হয়ে উঠেছিল আগেই। এবার নতুন সংযোজন। জর্জিয়ায় ভোটের ফলাফলে (Subversion In 2020 Georgia Election Result) কারচুপির অভিযোগে গ্রেফতার হয়ে নতুন আলোড়ন ফেললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। অভিযুক্ত হিসেবে গ্রেফতারির পর নিয়ম মেনে তাঁর 'মাগ শট' ছবিও তুলল জর্জিয়ার ফুলটন কাউন্টি শেরিফ। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবারের এই ঘটনার পর তুমুল আলোড়ন গোটা বিশ্বে। একজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এমন ছবি দেখে তীব্র শোরগোল আন্তর্জাতিক মহলে।


কেন গ্রেফতারি?
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরও বেশ কিছু দিন ক্ষমতা হস্তান্তরে রাজি হননি ট্রাম্প। এই নিয়ে তুমুল ডামাডোল চলে। শেষমেশ ডেমোক্র্যাটদের জয়ী প্রার্থী জো বিডেনকে জায়গা ছাড়লেও ক্যাপিটল হিলে বেনজির অশান্তির ঘটনা ঘটে। সব মিলিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট। কিন্তু তার পরও যে তিনি থেমে গিয়েছেন, তা নয়। বৃহস্পতিবার যে মামলায় জর্জিয়ার ফুলটন কাউন্টি জেলে তিনি আত্মসমর্পণ করেন তাতে অভিযোগ ছিল, ২০২০ সালে জর্জিয়ার ভোটের ফলাফল এদিক-ওদিক করার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই সংক্রান্ত বারোটিরও বেশি চার্জ ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। আত্মসমর্পণ করবেন বলেই বৃহস্পতিবার আটলান্টার দিকে রওনা দেন ট্রাম্প। 


কী দাবি?
তবে প্রথম থেকে গত কাল পর্যন্ত একটি কথাই বার বার বলে গিয়েছেন তিনি। আটলান্টার বিমানে ওঠার আগেও সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সেই সুরই শোনা যায় ট্রাম্পের মুখে। বলেন, 'আমি কিছু ভুল করিনি।' তাঁর বিরুদ্ধে এই ফৌজদারি মামলাকে 'বিচারের নামে প্রহসন' বলেও কটাক্ষ করেছেন। যদিও ওয়াকিবহাল মহলের প্রশ্ন , অভিযোগ না মানলে আত্মসমর্পণ কেন? উত্তর নেই। এদিকে মার্কিন স্থানীয় সময় অনুযায়ী, রাতের দিকে, ফুলটন কাউন্টির তরফে জানানো হয়, গ্রেফতার করা হয়েছে ট্রাম্পকে। কয়েদি নম্বর P01135809 তিনি। জেল রেকর্ডে লেখা, ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের গ্রেফতারির সময় ওজন ছিল ২১৫ পাউন্ড। তাঁর চোখেন মণির রং নীল, চুলের রং ব্লন্ড। যদিও শর্তসাপেক্ষে জামিনও পেয়ে গিয়েছেন ট্রাম্প। ২ লক্ষ মার্কিন ডলার এবং আরও বেশ কিছু শর্তে জামিন দেওয়া হয়েছে তাঁকে। অন্যান্য ডিফেনড্যান্ট বা সাক্ষীদের সোশ্য়াল মিডিয়া ব্যবহার করে ভয় দেখানো যাবে না জামিনের শর্তগুলির অন্যতম, দাবি মার্কন সংবাদমাধ্যমের। প্রসঙ্গত, এই মামলায় মোট ১২ জন আত্মসমর্পণ করেছিলেন। তাঁদের মধ্যে ট্রাম্প-সহ ১১ জন জামিনে মুক্ত। হ্যারিসন ফ্লয়েড নামে একজনই শুধু বন্দি রয়েছেন।
যদিও সমস্ত লাইমলাইট শুধু ডোনাল্ড ট্রাম্পের উপর। যত দিন ক্ষমতায় ছিলেন, নজর কেড়েছেন নানা কারণে। ক্ষমতা হস্তান্তরের সময়ও দিনের পর দিন শিরোনামে এসেছেন। এবার শিরোনামে এলেন গ্রেফতারির জন্য। তবে বিশেষজ্ঞদের মতে, অভিযুক্ত হিসেবে গ্রেফতারির পর ট্রাম্পের যে ছবি ফুলটন কাউন্টি জেলে উঠেছে সেটিকে ব্যবহার করে নির্বাচনে 'ফয়দা' তোলার চেষ্টা করবেন রিপাবলিকানরা। কী ভাবে তাঁর সঙ্গে 'অন্যায়' করা হয়েছে, সেটিই তুলে ধরার চেষ্টা করা হতে পারে এই ছবির মাধ্যমে।


আরও পড়ুন:চন্দ্রপৃষ্ঠে নামার ঠিক আগে কেমন ছিল দৃশ্য ? বিক্রমের চোখে চাঁদে পা