সেন্ট লুসিয়া: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ভারতের বিজয়রথ। ৭ ম্যাচ খেলে ৬টিতে জয়। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। কানাডার বিরুদ্ধে সেই ম্যাচ খেলা হলে ভারত ৮-০ রেকর্ডের অধিকারীই হতে পারত।
সুপার এইট পর্বে সবকটি ম্যাচ জিতল ভারত। চলতি টি-২০ বিশ্বকাপে একমাত্র দল হিসাবে অপরাজেয় রোহিত শর্মার টিম ইন্ডিয়া। সোমবার সেন্ট লুসিয়ায় ২৪ রানে মিচেল মার্শদের (Mitchell Marsh) অস্ট্রেলিয়াকে হারাল ভারত। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বের ৩ ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সুপার এইটের গ্রুপ ওয়ানে এক নম্বর স্থানে শেষ করলেন রোহিত, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, হার্দিক পাণ্ড্যরা।
টি-২০ বিশ্বকাপের নিয়ম বলছে, সুপার এইটের প্রথম গ্রুপের এক নম্বর দল খেলবে দ্বিতীয় গ্রুপের দুই নম্বর দলের বিরুদ্ধে। আর প্রথম গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের খেলা পড়বে দ্বিতীয় গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে। ভারত যেহেতু প্রথম গ্রুপের শীর্ষে রয়েছে, রোহিতদের খেলা পড়ল দ্বিতীয় গ্রুপের দুই নম্বর দল, জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে।
কবে হবে সেই ম্যাচ? কখন রয়েছে সেই সেমিফাইনাল?
ভারত সেমিফাইনালে ওঠার পর থেকে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বৃহস্পতিবার, ২৭ জুন প্রভিডেন্সে হবে ভারত ও ইংল্যান্ডের সেমিফাইনাল। ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে সেই ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক টিভি চ্যানেলে। মোবাইল ফোনে ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপেও দেখা যাবে ম্যাচ।
দ্বিতীয় সেমিফাইনালে কারা খেলবে? দ্বিতীয় গ্রুপ থেকে শীর্ষ স্থান পাওয়া দক্ষিণ আফ্রিকা নিশ্চিত। তাদের সামনে প্রতিপক্ষ কারা? লড়াই তিন দলের। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ। ৩ ম্যাচের শেষে অস্ট্রেলিয়া দাঁড়িয়ে ২ পয়েন্টে। তাদের সেমিফাইনালের দরজা খুলবে কি না, নির্ভর করছে আফগানিস্তান ও বাংলাদেশ ম্যাচের ফলাফলের ওপর। আফগানিস্তানের পয়েন্টও ২। বাংলাদেশকে তারা হারালে অস্ট্রেলিয়ার স্বপ্নের সলিল সমাধি। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে আফগানিস্তান। ম্যাচটি কোনও কারণে বৃষ্টিতে ভেস্তে গিয়ে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলেও কপাল পুড়বে অস্ট্রেলিয়ার। সেক্ষেত্রে আফগানিস্তান ৩ পয়েন্টে পৌঁছে যাবে। মিচেল মার্শরা একমাত্র শেষ চারে যেতে পারে যদি বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে জেতে। তবে নাজমুল হোসেন শান্তদের এমন ব্যবধানে জিততে হবে যে, নেট রান রেটে যেন অস্ট্রেলিয়াকে ছাপিয়ে না যায়। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ, তিন দলেরই পয়েন্ট হবে ২। রান রেটে এগিয়ে থাকবে যে দল, টিকিট পাবে সেমিফাইনালের।
আরও পড়ুন: রোহিত-ঝড়ের পর বোলারদের দাপট, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।