সঞ্চয়ন মিত্র, কলকাতা :  দক্ষিণবঙ্গে ( South Bengal ) দিনভর ঝড়-বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর ( Weather Update )। আংশিক মেঘলা আকাশই থাকবে কলকাতায় ( Kolkata Weather )। মঙ্গলবার হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। তবে  ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা তো কমবেই না, বরং আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 


আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ ও অসমে। মধ্যপ্রদেশ থেকে অসম পর্যন্ত, বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখাটি  ছত্তীসগঢ়, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে।  


 দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি
মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে । বুধবারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়ার উন্নতি হতে পারে বৃহস্পতিবার থেকে । আবার ফিরবে শুষ্ক আবহাওয়া । সপ্তাহশেষে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উইকেন্ডে ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রা হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।


উত্তরবঙ্গের আবহাওয়া 
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বিক্ষিপ্তভাবে মালদা ও দিনাজপুরেও বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


কলকাতার আবহাওয়া
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। সকাল থেকে ক্রমশ বাড়বে উষ্ণতা। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। মঙ্গলেও বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এহতে পারে।  দমকা ঝড়ের গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার।


অন্যান্য জায়গার আবহাওয়া 
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মার্চ মাসের শেষে গরম বাড়বে দেশজুড়ে। ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে রাজস্থান গুজরাত এবং মধ্যপ্রদেশের বেশ কিছু এলাকায়। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ভারত ও পশ্চিমের কিছু রাজ্যে।    


আরও পড়ুন :


দিলীপকে ঘিরে দুর্গাপুরে কর্মী-সমর্থকদের ঢল ! মঙ্গলের সকালেই 'চায়ে পে চর্চা'য় চ্যালেঞ্জ