ঝিলম করঞ্জাই, কলকাতা : কবে আসবে বৃষ্টি? এটাই হল এখন লাখ টাকার প্রশ্ন। কোটি কোটি মানুষের প্রশ্ন। কিন্তু আবহাওয়া দফতর কি কোনও আলোর দিশা দেখাতে পারল ? জেনে নিই শনিবারের আবহাওয়ার আপডেট। আশার বাণী তো নেই-ই। বরং আগামী ২৪ ঘন্টায় মোটামুটি তিনটি জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। 

আতঙ্ক বাড়িয়ে আবহাওয়া দফতর জানিয়ে দিল,  পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ, মেদিনীপুর এবং বীরভূমে তাপপ্রবাহ হবে তীব্র। শনিবার থেকে আরও চারটি জেলা যুক্ত করা হল এই তালিকায়। দক্ষিণবঙ্গের মোট সাতটি জেলায় তীব্র তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে শুধু তাপ প্রবাহের সম্ভাবনা। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গোটা এপ্রিল মাসটাই বৃষ্টিপাত নেই বলাই যায়

উত্তরবঙ্গে গরমের কষ্ট তীব্র না হলেও, স্বাভাবিকের উপরেই রয়েছে পারদ।  দার্জিলিং এবং  কালিম্পং -এই দুই জেলাতে  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার - এই জেলাগুলিতে তাপপ্রবাহ হবে না কিন্তু আর্দ্রতা  জনিত অস্বস্তিকর গরম থাকবে । উত্তরবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কিন্তু তাপমাত্রা কমারও সম্ভাবনা নেই। 

কলকাতার ক্ষেত্রে পরশুর থেকে গতকাল তাপমাত্রা একটু কম ছিল। ৪০ ডিগ্রির আশেপাশে ছিল তাপমাত্রার পারদ। আগামী সাত দিন এমনই চলবে তাপপ্রবাহ। মাসের শেষ অবধি এমনই কষ্টকর পরিস্থিতি বজায় থাকবে। শনিবার থেকে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে  দক্ষিণবঙ্গে। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । বাকি এপ্রিলের দিন কটায় আর বৃষ্টিপাত হবে না। 

এক নজরে আজ কলকাতার তাপমাত্রা 

শনিবার মূলত পরিষ্কার আকাশ থাকবে। হিট ওয়েভ বা তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রির এর মধ্যে থাকার সম্ভাবনা। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল : ৩৯.৭(+৪)।  সর্বনিম্ন তাপমাত্রা ছিল :২৯.৩(+৩) ডিগ্রি। 

আপেক্ষিক আর্দ্রতা: 
সর্বোচ্চ  ৯০%
 সর্বনিম্ন  ৪৫%
কোন বৃষ্টিপাত হয়নি। 

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? জানাচ্ছে আইএমডি । 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
27-Apr 30.0 41.0
Heat Wave
28-Apr 30.0 41.0
Heat Wave
29-Apr 30.0 42.0
Heat Wave
30-Apr 30.0 42.0
Heat Wave
01-May 30.0 42.0
NA
02-May 30.0 41.0
Hot & Humid day
03-May 30.0 41.0
Hot & Humid day

টেবিল সরাসরি https://city.imd.gov.in/ থেকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: HS Result 2024: ৮ মে উচ্চ মাধ্য়মিকের ফল প্রকাশ, কখন, কীভাবে জানা যাবে রেজাল্ট?