কলকাতা: ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল (HS Result 2024) । ওইদিন বেলা ১টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর থেকে ৩টে থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল।
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ: চলতি বছর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার প্রায় আড়াই মাসের মধ্য়ে ফল প্রকাশিত হতে চলেছে। তবে ফল প্রকাশের দিনই মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন না পরীক্ষার্থীরা। সংসদ জানিয়েছে, ৪টি আঞ্চলিক দফতর ও ৫৫টি বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে ১০ মে সকাল ১০টায়। প্রধান শিক্ষক বা টিচার ইন চার্জদের ওই দিনই ছাত্রছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ফলপ্রকাশের দুদিন পর ১০ মে মার্কশিট ও সার্টিফিকেট পাবেন পরীক্ষার্থীরা। ওই একই দিন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন করা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে।
ভোটপর্বেই ফলপ্রকাশ: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। তারই মধ্যে প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থীর জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার ফল ঘোষণা হতে চলেছে। এরাজ্যে তৃতীয় দফায় ভোটগ্রহণ ৭ মে এবং চতুর্থ দফায় ভোট ১৩ মে। তৃতীয় দফার ভোটের পরের দিন প্রকাশিত হবে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সাধারণত পরীক্ষার পরই হাতে মার্কশিট পেয়ে যান ছাত্রছাত্রীরা। কিন্তু এবার সেই নিয়মের কিছুটা পরিবর্তন হচ্ছে। স্কুলগুলিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গরমের ছুটি। পাশাপাশি ভোটের কাজেও ব্যবহার করা হচ্ছে একাধিক স্কুল। এই আবহে তৃতীয় এবং চতুর্থ দফার ভোটের মাঝামাঝি একটা দিন বিতরণ করা হবে মার্কশিট ও সার্টিফিকেট। ১০ মে মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের ধরণ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর এবং ২৫ সালের মার্চে হবে একাদশ শ্রেণির ২টি সেমিস্টার।২০২৫ সালের নভেম্বেরে দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার এবং ২৬-এর মার্চে দ্বাদশের দ্বিতীয় সিমেস্টার নিয়ে হবে উচ্চমাধ্যমিক। সেই অর্থে সিমেস্টার ভিত্তিক উচ্চমাধ্যমিকের প্রথম ব্যাচ পরীক্ষায় বসবে ২০২৬ সালে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: UPSC Success Story: শেষ সুযোগেই বাজিমাত, কীভাবে এবার UPSC-র চৌকাঠ পেরোলেন বাংলার মেয়ে পারমিতা
Education Loan Information:
Calculate Education Loan EMI