সঞ্চয়ন মিত্র, কলকাতা : গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টি (Rain)। গত সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষা দাপট দেখালেও সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি কমেছে উত্তরের জেলাগুলিতে। আবহাওয়া দফতর (IMD) জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এখন হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। আগামী কয়েক দিন অবস্থান বদলের সম্ভাবনা কম।  উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।(West Bengal Weather Update)
উত্তরবঙ্গের আবহাওয়া 
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। আগামী কয়েক দিন ধরে উপরের দিকের জেলা যেমন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি  হবে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া 
মৌসুমী অক্ষরেখার অবস্থানের দরুণ এখন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়া জেলায়। তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। 
কলকাতার আবহাওয়া
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৩ শতাংশ।

  

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতা শহরের তাপমাত্রা ? 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
29-Aug 29.0 35.0
Partly cloudy sky
30-Aug 29.0 34.0
Partly cloudy sky
31-Aug 29.0 34.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
01-Sep 29.0 33.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
02-Sep 28.0 33.0
NA
03-Sep 28.0 33.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
04-Sep 28.0 33.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন :                   

'বাজির কারখানা'য় তরল রাসায়নিক, স্টোনচিপ, অত্যাধুনিক যন্ত্রপাতি, কী তৈরি হত? কী বলছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা?