ঝিলম করঞ্জাই, কলকাতা : গরমে ফুটছে সারা দেশ। বাংলায় জেলায় জেলায় চলবে তাপপ্রবাহ, সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে দিয়েছে মন খারাপ করা খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। আকাশে নেই এক টুকরো জল-ভরা মেঘও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় আরও বাড়বে গরম। বুধবার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ ডিগ্রিতে। মঙ্গলবারও প্রায় ৩৭ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল কলকাতার তাপমাত্রা। আগামী ২ দিন পারদ আরও চড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
- সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
- পশ্চিমের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা, চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ।
আবহাওয়া দফতর জানাচ্ছে , বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, এই পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম বাড়বে। দিনের বেলায় স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি ওপরে থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা। ৪০-৪২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার উত্তরবঙ্গে মালদার তাপমাত্রা ছিল সবথেকে বেশি, সর্বোচ্চ প্রায় ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে বাঁকুড়া ও পানাগড়ে তাপমাত্রা পৌঁছায় প্রায় ৪০ এর কাছাকাছি। ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার বাংলার কোথায় কেমন ছিল আবহাওয়া, কী জানিয়েছে আবহাওয়া দফতর ?
সূত্র https://mausam.imd.gov.in/
৩ এপ্রিলের জন্য
Station | Max Temp (oC) | Min Temp (oC) | Rainfall (mm) |
Asansol | 38.2 (02/04) | 23.3 | NIL |
ASHOKNAGAR | 38.3 (02/04) | 26.3 | NIL |
Baharampur | 36.2 (02/04) | 26.0 | NIL |
Bankura | 39.5 (02/04) | 22.3 | NIL |
Bishnupur | 39.5 (02/04) | 22.3 | NIL |
Burdwan | 38.6 (02/04) | 23.0 | NIL |
Carnicobar | 34.0 (02/04) | 24.4 | NIL |
Coochbehar | 32.3 (02/04) | 18.9 | NIL |
Darjeeling | 19.8 (02/04) | 11.2 | NIL |
Diamond Harbour | 37.7 (02/04) | 27.8 | NIL |
Digha | 35.4 (02/04) | 25.9 | NIL |
Jalpaiguri | 32.6 (02/04) | 19.7 | NIL |
Kalimpong | 23.0 (02/04) | 18.3 | NIL |
Kolkata-Alipur | 36.7 (02/04) | 28.5 | NIL |
Kolkata-Dum Dum | 37.2 (02/04) | 27.6 | NIL |
Kolkata-Howrah | 36.0 (02/04) | NA | NA |
Kolkata-Salt Lake | 37.3 (02/04) | 27.5 | NIL |
Krishnanagar | 37.0 (02/04) | 23.0 | NIL |
Malda | 37.6 (02/04) | 24.7 | NIL |
Maya Bandar | 31.4 (02/04) | 25.0 | NIL |
Midnapore | 37.4 (02/04) | 25.0 | NIL |
MURSHIDABAD | 39.0 (02/04) | NA | NA |
Nancowrie | 34.2 (02/04) | 26.8 | NIL |
Panagarh | 39.5 (02/04) | NA | NA |
Port Blair | 33.2 (02/04) | 24.7 | NIL |
PURULIA | 38.3 (02/04) | 21.1 | NIL |
RAMSHAI | 32.4 (02/04) | 19.1 | NIL |
RATUA | 36.4 (02/04) | 17.0 | NIL |
SANTINIKETAN BOLPUR | 37.6 (02/04) | 21.9 | NIL |
Siliguri | 33.6 (02/04) | NA | NA |
Sriniketan | 36.6 (02/04) | 21.4 | NIL |
Sunderban | 33.0 (02/04) | 26.0 | NIL |