সঞ্চয়ন মিত্র, কলকাতা :  নভেম্বর শুরুর আগেই জেলায় জেলায় শীতের আমেজ ( Winter Weather ) । বৃষ্টির দাপট কমেছে, নেই সেই ভ্যাপসা গরম, সবমিলিয়ে বেশ মনোরম পরিবেশ। উত্তুরে হাওয়া জানান দিচ্ছে শুষ্কভাব। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রি বা তার নিচে নেমে গিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা নতুন করে না কমলেও শীতের আমেজবজায়  থাকবে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ভালোই বোঝা যাবে। নভেম্বর মাসের শুরু থেকে ফের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। হেমন্তে তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

বাতাসে জলীয়বাষ্প ক্রমশ কমবে। ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তরের শুকনো হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ক্রমশ শুকনো বাতাস জলীয়বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীত পড়তে আর বেশি দেরি নেই।                                                 

কলকাতায় মূলত পরিষ্কার আকাশই থাকবে দিনভর। শীতের আমেজ জানান দিচ্ছে মহানগরেও।‌ কখনও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকে সন্ধ্যা মনোরম আবহাওয়াই বজায় থাকবে। বেলা বাড়লে সামান্য গরম ও জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে।

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৮ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন :

আজই স্থান পরিবর্তন করে ফেলল রাহু - কেতু, কী কী বিপর্যয় নেমে আসতে পারে জগতে ?

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?  

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
30-Oct 22.0 31.0
Mainly Clear sky
31-Oct 23.0 31.0
Mainly Clear sky
01-Nov 23.0 31.0
Partly cloudy sky
02-Nov 24.0 31.0
Partly cloudy sky
03-Nov 24.0 32.0
Partly cloudy sky
04-Nov 24.0 32.0
Partly cloudy sky
05-Nov 24.0 32.0
Partly cloudy sky