সঞ্চয়ন মিত্র, কলকাতা : পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে শীতের শেষবেলায় আবহাওয়ার মেজাজ বদল হওয়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস এই সপ্তাহে। পূর্ব বাংলাদেশেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে আজ ও কাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঠান্ডা পড়ার ইঙ্গিত
দক্ষিণবঙ্গে আজও ঘুম ভাঙে ঘন কুয়াশায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, সপ্তাহের প্রথম কাজের দিনটায় সারাদিনই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিই হতে পারে। ভারী দুর্যোগ হবে না। বৃষ্টির পর সপ্তাহের শেষে তাপমাত্রা সামান্য নামতে পারে।
উত্তরের আবহাওয়া
সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মেঘলা আকাশ থাকবে। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেও পারে।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং-এ শিলাবৃষ্টি হতে পারে। উপরের পাঁচ জেলাতেই হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে।
কলকাতাতেও বদলাবে আবহাওয়া ?
কলকাতায় সকালগুলো এমন হালকা কুয়াশা ঘেরাই থাকবে দিনকয়েক। পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সোমবার থেকে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সপ্তাহান্তে তাপমাত্রা আবার কিছুটা নামার সম্ভাবনা। তবে ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা কম।
কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম।
আগামী ৭ দিন বাংলায় কোথায় কেমন তাপমাত্রা থাকবে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর IMD
টেবিল সূত্র : https://mausam.imd.gov.in/
Date: 2024-02-05 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
Asansol | 29.9 (04/02) | 2 | 16.6 | 3 | 70 | 62 (04/02) | NIL |
ASHOKNAGAR | 28.1 (04/02) | -- | 14.3 | -- | -- | -- | NIL |
Baharampur | 25.0 (04/02) | -1 | 15.6 | 2 | 88 | 81 (04/02) | NIL |
Bankura | 29.5 (04/02) | 3 | 15.5 | 1 | 70 | 50 (04/02) | NIL |
Bishnupur | 29.5 (04/02) | 3 | 15.5 | 1 | 70 | 50 (04/02) | NIL |
Burdwan | 28.0 (04/02) | 1 | 15.2 | 0 | 80 | 86 (04/02) | NIL |
Coochbehar | 24.5 (04/02) | 0 | 12.2 | 1 | 87 | 70 (04/02) | NIL |
Darjeeling | 7.4 (04/02) | -5 | 2.8 | 1 | 89 | 95 (04/02) | 0.6 |
Diamond Harbour | 28.5 (04/02) | 2 | 19.6 | 3 | 96 | 79 (04/02) | NIL |
Digha | 27.9 (04/02) | 1 | 20.2 | 3 | 91 | 79 (04/02) | NIL |
Jalpaiguri | 25.1 (04/02) | 1 | 14.5 | 2 | 82 | 59 (04/02) | NIL |
Kalimpong | 12.0 (04/02) | -4 | 9.3 | 2 | 85 | 76 (04/02) | NIL |
Kolkata-Alipur | 26.1 (04/02) | -1 | 18.6 | 2 | 87 | 57 (04/02) | NIL |
Kolkata-Dum Dum | 28.2 (04/02) | 1 | 17.6 | 2 | 65 | 43 (04/02) | NIL |
Kolkata-Howrah | 28.0 (04/02) | 2 | NA | -- | 87 | 54 (04/02) | NIL |
Kolkata-Salt Lake | 28.4 (04/02) | -- | 18.2 | -- | 63 | 53 (04/02) | NIL |
Krishnanagar | 25.6 (04/02) | -1 | 13.8 | -1 | 84 | 45 (04/02) | NIL |
Malda | 24.6 (04/02) | -1 | 16.1 | 1 | 80 | 57 (04/02) | 0.6 |
Maya Bandar | 29.0 (04/02) | -1 | 16.0 | -6 | 88 | 61 (04/02) | NIL |
Midnapore | 30.0 (04/02) | 3 | 18.1 | 2 | 91 | 41 (04/02) | NIL |
MURSHIDABAD | 27.3 (04/02) | -- | 13.7 | -- | -- | -- | NIL |
Nancowrie | 31.5 (04/02) | 0 | 25.5 | 1 | 70 | 82 (04/02) | NIL |
Port Blair | 31.0 (04/02) | 1 | 23.0 | 1 | 76 | 67 (04/02) | NIL |
PURULIA | 29.3 (04/02) | 3 | 15.1 | 1 | 74 | 39 (04/02) | NIL |
RAMSHAI | 23.9 (04/02) | -- | 12.7 | -- | 96 | 55 (04/02) | NIL |
RATUA | 25.0 (04/02) | -- | 11.5 | -- | 80 | 73 (04/02) | NIL |
SANTINIKETAN BOLPUR | 27.9 (04/02) | -- | 15.5 | -- | 52 | 49 (04/02) | NIL |
Siliguri | 25.5 (04/02) | -- | 13.2 | -- | 76 | 53 (04/02) | NIL |
Sriniketan | 26.8 (04/02) | 1 | 15.2 | 1 | 59 | 57 (04/02) | NIL |
Sunderban | 26.0 (04/02) | 0 | 18.0 | 0 | 95 | 88 (04/02) | NIL |