Smartphone: ফেব্রুয়ারি মাসে ভারতে তিনটি ফোন লঞ্চ করার পরিকল্পনা রয়েছে আইটেল (Itel Smartphones) সংস্থার। এর মধ্যে একটি ফোনে ২৪ জিবি র‍্যাম (24 GB RAM) এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট (45W Fast Charging) থাকবে বলে শোনা গিয়েছে। আইটেল সংস্থার (Itel Power Series) পাওয়ার সিরিজে এই তিনটি ফোন লঞ্চ হতে চলেছে। আইটেল পি৫৫, আইটেল পি৫৫ প্লাস এবং আইটেল পি ৫৫ টি- এই তিনটি ফোন লঞ্চ হতে পারে 'পাওয়ার সিরিজে'। এই সিরিজের তিনটি মডেলে এমন অনেক ফিচার থাকবে যেগুলি প্রথমবার লঞ্চ করা হতে চলেছে।

  


আইএএনএস- এর রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, আইটেল পি৫৫ প্লাস ফোনে ৪৫ ওয়াটের চার্জার থাকতে পারে। এর সাহায্যে অত্যন্ত দ্রুত গতির চার্জিং সাপোর্ট পাবেন ইউজাররা। কম সময়ে দ্রুত চার্জ হয়ে যাবে এই ফোন। তবে অন্যান্য ক্ষেত্রে উন্নত ও আধুনিক মানের চার্জিং সাপোর্ট থাকলে দাম হয় চড়া। এক্ষেত্রে তেমনটা হওয়ার সম্ভাবনা কম। এছাড়াও শোনা গিয়েছে, আইটেল পি৫৫ প্লাস ফোনে ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। একটি ফ্ল্যাগশিপ আইটেল স্মার্টফোন হিসেবে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। এই ফোনে লেদার ফিনিশ ডিজাইন থাকতে পারে। স্টাইল এবং পারফরম্যান্স দুইয়ের নিরিখেই আইটেল পি৫৫ প্লাস ফোন ইউজারদের নজর কেড়ে নেবে বলে মত প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের। বড় আকার-আয়তনের ব্যাটারিও থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। চমক থাকতে চলেছে ডিসপ্লের ক্ষেত্রেও। একসঙ্গে অনেক কাজ করার ক্ষেত্রেও দুর্দান্ত গতি বজায় থাকবে আইটেল পি৫৫ প্লাস ফোনের। 


আইএএনএস- এর ওই রিপোর্টে আরও বলা হয়েছে আইটেল পি৫৫ ফোনের ২৪ জিবি র‍্যাম থাকতে চলেছে (৮ জিবি + ১৬ জিবি)। এর সঙ্গে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। র‍্যামের পরিমাণ বেশি থাকার ফলে ফোনে অনেক কিছু ডাউনলোড থাকলেও ডিভাইস স্লো হয়ে যাবে না। এখানেও থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট। শোনা যাচ্ছে, আইটেল সংস্থার আসন্ন পাওয়ার সিরিজের ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যে থাকবে। স্লিম ডিজাইনে লঞ্চ হবে এই ফোন। নজর কাড়বে এখনকার তরুণ প্রজন্মের। আধুনিক ও উন্নত প্রযুক্তির পাশাপাশি স্টাইলের দিকেও নজর রেখে নির্মাতারা। 


আরও পড়ুন- ভারতে ১৫০০ টাকার মধ্যে কোন কোন ব্লুটুথ নেকব্যান্ড কেনা যাবে? রইল তালিকা