কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার উপর রয়েছে চক্রবাত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আরও যা যা আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, তাতে আপাতত পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


কী পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর?


উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য একাধিক পূর্বাভাস দেওয়া হয়েছে।


৭ অগাস্ট থেকে ৯ অগাস্ট - এই সময় উত্তরবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।


এরই মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু জায়গায় ৭ অগাস্ট ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। ৮ অগাস্ট- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার জেলার একটি-২টি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৯ অগাস্টের জন্য়ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বৃষ্টির পূর্বাভাস থাকবে।


দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের কারণে ভূমিধস, ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হয়েছে। নীচু এলাকায় জল জমার আশঙ্কা করা হয়েছে। 


দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭-৮ অগাস্ট পর্যন্ত একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৯ অগাস্টের অধিকাংশ এলাকায় মাধারি বৃষ্টিপাত হতে পারে। ১০ থেকে ১৩ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ৮ অগাস্ট বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় বৃষ্টি হতে পারে। ১০ অগাস্ট পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূমের বেশ কিছু এলাকায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।                                                                                                 


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।         


আরও পড়ুন: শনির সাড়েসাতির প্যাঁচে পড়বে এই রাশি! দুঃসহ ভোগান্তি, প্রবল অর্থভাব এড়াতে থাকুন সাবধানে