সঞ্চয়ন মিত্র, কলকাতা : হালকা হাওয়ার শিরশিরানিতে কেটেছে শিবরাত্রির রাত। তেতেপুড়ে গলা শুকিয়ে কাঠ হয়নি উপবাস করতে গিয়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিমের এই হাওয়া বইবে। উল্লেখযোগ্য পরিবর্তন হবে না তাপমাত্রার।  সকাল ও সন্ধ্যার আবহাওয়া থাকবে মনোরম।  বেলা বাড়লে, গরম বাড়বে বলে জানিয়েছে হাওয়া-অফিস। 

পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশই বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার থেকেই  শুষ্ক আবহাওয়াই থাকবে মূলত। উত্তর-পশ্চিমের হালকা শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। তবে খুব  উল্লেখযোগ্য পরিবর্তন হবে না  তাপমাত্রার। রবিবারের পর ফের বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শুরুতেই বেশ কিছুটা বেড়ে যেতে পারে। 

উত্তরবঙ্গে আজ ও কাল দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পার্বত্য পশ্চিমবঙ্গে। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়াই থাকবে প্রধানত। তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না উত্তরেও। তবে রবিবার থেকে এখানেও  ক্রমশ চড়বে পারদ।

 ফাল্গুনের শেষবেলায় কলকাতার আবহাওয়া বেশ কয়েকদিন ধরেই বেশ মনোরম। কলকাতায় শনিবারও ২০‘র নিচে নেমেছে পারদ। দিনভর পরিষ্কার আকাশই থাকছে উইকএন্ডে। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে, তবে তা অসহনীয় পর্যায়ে যাবে না ।

আগামী দু'দিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না মহানগরেও। রবিবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে।  শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। 

আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে ? কী জানাল আইএমডি ? 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
09-Mar 20.0 31.0
Mainly Clear sky
10-Mar 20.0 31.0
Mainly Clear sky
11-Mar 20.0 32.0
Mainly Clear sky
12-Mar 21.0 33.0
Mainly Clear sky
13-Mar 23.0 33.0
Mainly Clear sky
14-Mar 24.0 34.0
Partly cloudy sky
15-Mar 24.0 34.0
Partly cloudy sky

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Abhijit Ganguly: নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু