ঝিলম করঞ্জাই, কলকাতা :  দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে ভোট। রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং। একদিকে যখন তাপপ্রবাহে হাঁসফাঁস কলকাতা সহ দক্ষিণবঙ্গ, তখন পার্বত্য পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ না চললেও গরম থেকে স্বস্তি নেই উত্তরের জেলাগুলিতেও। স্বাভাবিকের উপরেই সর্বোচ্চ তাপমাত্রা। 


উত্তরবঙ্গে মূলত তীব্র তাপপ্রবাহ চলবে - 



  • মালদা 

  • উত্তর দিনাজপুর

  • দক্ষিণ দিনাজপুর



আগামী ৫ দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে  আর্দ্রতা জনিত অস্বস্তিকর থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু দার্জিলিং ও কালিম্পং সংলগ্ন এলাকায়। এছাড়াও জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন এছাড়া দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।  


আরও পড়ুন : উপসর্গ দেখা দেওয়ার ২ মাসের মধ্যেই মৃত্যু ! কী এই ডার্মাটোমায়োসাইটিস, যা কেড়ে নিল 'দঙ্গল' অভিনেত্রীর প্রাণ?



আজ রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং-এ আবহাওয়া কেমন থাকবে ?    



  • বালুরঘাটে আজ তীব্র গরম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে , ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৪ ডিগ্রিতে। 

  • রায়গঞ্জেও হাঁসফাঁস করা গরমই থাকবে দিনভার। বেলা বাড়লে তীব্র হবে কষ্ট। সর্বোচচ্চ হতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৪ ডিগ্রিতে। 

  • দার্জিলিঙে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি হলেও, ভোটের দিন সকালে মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে।  সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। 

    দক্ষিণবঙ্গের আবহাওয়া 
    ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। গতকাল কলকাতার তাপমাত্রা ৪২ ছুঁইছুঁই ছিল। গত ৫০ বছরে এটা দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। আগামী কয়েকদিন কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।   
    শুধু মানুষ নয় প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে পশুরাও। ঝাড়গ্রামের চিড়িয়াখানায় পশু-পাখিদের স্নানের জন্য ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে। পাইপ দিয়ে স্নান করানো হচ্ছে চিতাবাঘ, হরিণদের। গরমের হাত থেকে বাঁচাতে পশু-পাখিদের খাদ্য তালিকায় গুড়-জল ও ফলের পরিমাণ বাড়িয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।                   
    আরও পড়ুন : 

    প্রবল দাবদাহে কেমন আছে পশুপাখিরা? বিশেষ ব্যবস্থা ঝাড়গ্রামের চিড়িয়াখানায় 


    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে