সঞ্চয়ন মিত্র, কলকাতা : ভরা বসন্তে ( Kolkata Spring ) ভিজছে বঙ্গ। আবহাওয়ার ( Weather Update ) মেজাজ মর্জি একেবারেই আলাদা। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে( South Bengal Weather ) । জানিয়ে দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানাল, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। ছত্তীসগড় ও তেলঙ্গানায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত। ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে আগামীকাল, মঙ্গলবার পর্যন্ত। 

মঙ্গলবার বাড়বে বৃষ্টি

মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে দক্ষিণবঙ্গে। সোমবার উপকূলের ও পশ্চিমের জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টি হবে না। সোমের পর মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। বুধবার থেকে বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায়। 

মঙ্গলবার থেকে বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে। কলকাতাতে ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের পাহাড়ে বৃষ্টি 

উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। সপ্তাহের শেষ দিকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। 

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবার সন্ধে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হতে পারে কলকাতায়। বুধবার থেকে শহরে বাড়বে তাপমাত্রা । বুধ থেকে আগামী  শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়াই থাকার কথা।

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।  

এই সপ্তাহে কেমন থাকবে মহানগরের আবহাওয়া। হদিশ দিল মৌসম ভবন। 

সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
26-Feb 20.0 28.0
Partly cloudy sky
27-Feb 22.0 29.0
Generally cloudy sky with Light rain
28-Feb 21.0 30.0
Partly cloudy sky
29-Feb 21.0 30.0
Mainly Clear sky
01-Mar 22.0 31.0
Mainly Clear sky
02-Mar 23.0 31.0
Partly cloudy sky
03-Mar 23.0 31.0
Partly cloudy sky

আরও পড়ুন :  

জ্ঞানবাপীর 'ব্যাস কি তহখানা'য় পুজো চলবে, মুসলিম পক্ষের আর্জি খারিজ করল ইলাহাবাদ হাইকোর্ট