সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীতের (Winter in Bengal) দুয়ারে কাঁটা। অঘ্রাণের মাঝামাঝি সাগরে ফের তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় (Cyclone)। মায়ানমার এর নাম দিয়েছে মিগজাউম (Cyclone Michaung)। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ আন্দামান সাগরে (Andaman Sea) শক্তি বাড়িয়ে আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) অতি গভীর নিম্নচাপ তৈরি হবে। শনিবার তা বদলে যাবে ঘূর্ণিঝড়ে। কোথায় ল্যান্ড ফল করবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, বিভিন্ন আবহাওয়ার মডেলের মতে, আপাতত ওই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা ওড়িশা বা অন্ধ্র উপকূলের দিকেই বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে চলেছে এই ঘূর্ণিঝড়।সপ্তাহান্তে হাওয়া বদল। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহ শেষে দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস রয়েছে।


উত্তরে মনোরম আবহাওয়া: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাতে শুকনো আবহাওয়া থাকবে আরও ৪-৫ দিন। 


এক নজরে দক্ষিণের আবহাওয়া: দক্ষিণবঙ্গ বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। সপ্তাহান্তে আবহাওয়ার বদল উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়। তার আগে আপাতত এই শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। সেখানে কার্যত শীতের অনুকূল পরিস্থিতি। ইতিমধ্যেই পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম পশ্চিমের জেলাতেও


ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে উত্তরবঙ্গে তুলনায় দক্ষিণবঙ্গের পরিসর অনেক বেশি। জেলার সংখ্যাও বেশি। তবে তাপমাত্রার তারতম্য রয়েছে। যেমন পশ্চিমাংশের জেলাগুলির তাপমাত্রা আর অপেক্ষাকৃত দক্ষিণের জেলার তাপমাত্রার পার্থক্য থাকে খুব বেশি। শুধু শীতকাল নয় গ্রীষ্মকালেও এই পার্থক্য স্পষ্ট অনুভূব করা যায়। 


আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২০. ৯ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গত কাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গত কাল সকাল সাড়ে ৮টা থেকে থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়নি। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। আকাশ মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩০  ডিগ্রি সেলসিয়াসে। আগামীকালও আকাশ পরিষ্কার থাকতে পারে।


আরও পড়ুন: স্বাস্থ্য সাথী থেকে বাদ ১৪২ বেসরকারি প্রতিষ্ঠান! আপনার এলাকায় কোনটি?