সঞ্চয়ন মিত্র, কলকাতা : পুজোর মুখে রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। দুর্যোগ শিয়রে রাজ্যের। আরও কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার সতর্কতা, জানাল, আবহাওয়া দফতর।
কী জানাল আবহাওয়া দফতর
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে ঢুকেছে নিম্নচাপ। আপাতত এর অবস্থান ওড়িশা ও ছত্তীসগঢ়ের দক্ষিণে। এর প্রভাবে বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার র পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। সোমবার কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং হাওড়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা।
বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের জন্যও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি। দিঘার সমুদ্র ইতিমধ্যেই উত্তাল হয়েছে। পর্যটকদের সরিয়ে আনা হচ্ছে সমুদ্র সৈকত থেকে। উত্তাল ভাব তাজপুর মন্দারমণির সমুদ্রেও।
- কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া
-
Day Min Max Icon Text 12-Sep 25.0 30.0 মেঘলা দিন, ভারী বৃষ্টি 13-Sep 25.0 29.0 মেঘলা দিন, ভারী বৃষ্টি 14-Sep 25.0 29.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত বৃষ্টি 15-Sep 26.0 30.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত বৃষ্টি 16-Sep 26.0 31.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত বৃষ্টি 17-Sep 27.0 32.0 মেঘলা দিন, বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত 18-Sep 27.0 32.0
মেঘলা দিন, বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত