দার্জিলিং: দক্ষিণবঙ্গে যখন শীত বিদায়ের শেষে বসন্তের ছোঁয়া, ঠিক তখনই উলটো ছবি দার্জিলিং-সহ উত্তরবঙ্গে। ঘনকুয়াশায় মাঝে মাঝেই ঝাপসা হচ্ছে পাহাড়ের গলিপথ। সঙ্গে দোসর তুষারপাত। কখনও আবার ঝিরেঝিরে বৃষ্টি। আগামীকাল কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ? জানাল হাওয়া অফিস।  উত্তরবঙ্গে দুই দিনাজপুরে শৈত্য প্রবাহের মত পরিস্থিতি। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া:

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিন সকালে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। মূলত পরিষ্কার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা। আগামী দু'দিন সামান্য তাপমাত্রা কমলেও সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা

    দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ                                   
     
    জেলা আবহাওয়ার
    হাইলাইট
    দার্জিলিং 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৪৯%
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    জলপাইগুড়ি 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭৫%
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    কালিম্পং
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭৫ %
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    আলিপুরদুয়ার
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৪১ %
    বাতাস: ৮ কিমি/ঘণ্টা

    কোচবিহার

    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬৬%
    বাতাস: ১০ কিমি/ঘণ্টা
    উত্তর দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫ %
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    দক্ষিণ দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫%
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    মালদা
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৩ %
    বাতাস: ১১ কিমি/ঘণ্টা

    আরও পড়ুন, শীত বিদায় পর্বে বসন্তের ছোঁয়া, আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

    আবহাওয়ার আপডেট:  

    শীতের আমেজ থাকবে আর কত দিন ? যখন প্রতিমুহূর্তে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ঠিক তখনই জানান দিল আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে আরও কিছুদিন। এরপর ধীরে ধীরে আবহাওয়ার মেজাজ বদল হবে। ফের সোম-মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় ২ ডিগ্রি নেমে ১৮‘র ঘরে নামল পারদ । মরশুমের শেষে হালকা শীতের আমেজ রয়েছে । সকালে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার হবে কলকাতার আকাশ ।