অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  শ্রাবণের বৃষ্টির ঘাটতে মেটাচ্ছে ভাদ্র। প্রবল বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের সব জেলাই। আপাতত বৃষ্টি থামবে না। আগামী ৩-৪ দিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতাতেও। এর মধ্যে কয়েকটি জেলাতে ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া দফতর। ক্রমেই দুর্যোগ ধেয়ে আসছে বাংলার উপকূলের দিকে। আবারও সঙ্কটের মুখে কপিলমুনির আশ্রম । 


আজ বৃষ্টি কোথায় 


শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে।  শুক্রবারই বাঁকুড়ার বিষ্ণুপুরে বাজ পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ওড়িশা লাগোয়া পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  


আবহাওয়া দফতরের পূর্বাভাস,  বাংলাদেশ থেকে সরে দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি। ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এরপর।  অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। 


এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।  শনি ও রবিবার পশ্চিমবঙ্গ ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সাগরে।   


রবিবারের আবহাওয়া


রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা আছএ দক্ষিণ চব্বিশ পরগনা,পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।


অন্যদিকে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। সোমবারও পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ।


শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৪ মিলিমিটার। 


আরও পড়ুন :                  


পলিগ্রাফ টেস্টের অনুমতি, ৬ সেপ্টেম্বর অবধি জেল হোফাজত সঞ্জয়ের