সঞ্চয়ন মিত্র, কলকাতা :  বুধবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। তারপর শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে সেটি। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে। (WB Weather Update) 


কোথায় কোথায় বৃষ্টি                       


এর প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (IMD) সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত আরও একটি বৃষ্টির স্পেল চলবে। বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।


উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলিতেও মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে শনি ও রবিবার নগাদ হাওয়া বদল হতে পারে।


উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। উপরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। (Weather Update) 


কলকাতার আবহাওয়া


আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি সকালের দিকে। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতি অথবা শুক্রবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৭ শতাংশ। 


আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই আবহাওয়া দফতরের।                 


আরও পড়ুন :


'যে টেবিলে বসলে সম্মান থাকে না, সেই টেবিল ছেড়ে আমি চলে যাই' তুঙ্গে বাবুল-ইন্দ্রনীল তরজা