কলম্বো: বিশ্বকাপের আগে দুরন্ত পারফরম্যান্স কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে পাঁচ উইকেট নিয়েছিলেন। এরপর গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধেও ৪ উইকেট একাই তুলে নিলেন এই চায়নাম্য়ান। একইসঙ্গে ওয়ান ডে ফর্ম্যাটে আরও একটি নজিরও গড়ে ফেললেন কুলদীপ। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে নিজের ৯.৩ ওভারের স্পেলে ৪৩ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় স্পিনারদের মধ্যে দ্রুততম ১৫০ উইকেটের মালিক হলেন এই চায়নাম্য়ান। ভারত গতকাল শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে। 


এখনও পর্যন্ত মোট ৮৮টি ওয়ান ডে খেলেছেন কুলদীপ। আর এরমধ্যেই ১৫০ উইকেটের মালিক হয়ে গেলেন এই চায়নাম্যান। বিশ্বের চতুর্থ দ্রুততম স্পিনার হিসেবে এই নজির গড়লেন কুলদীপ। তাঁর আগে রয়েছেন সাকলিন মুস্তাক। তিনি ৭৮ ম্যাচ খেলেছিলেন। রশিদ খান ৮০ ম্যাচ ও অজন্তা মেন্ডিস ৮৪ ম্যাচ খেলে এই নজির গড়েছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে স্পিনার ও পেসার মিলিয়েও দ্বিতীয় দ্রুততম হিসেবে ১৫০ ওয়ান ডে উইকেটের মালিক হলেন কুলদীপ। তালিকায় তাঁর আগে শুধু রয়েছেন মহম্মদ শামি। তিনি সময় নিয়েছিলেন ৮০ ম্যাচ। উল্লেখ্য, চলতি বছর ১৫ ওয়ান ডে ম্যাচে ৩১ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন এখনও পর্যন্ত কুলদীপ। যা ভারতীয় বোলারদের মধ্যে এই বছরে সর্বাধিক।


কুলদীপের বোলিং সবথেকে ভালভাবে উইকেটের পিছন থেকে পরখ করে নেওয়ার সুযোগ ছিল কেএল রাহুলের কাছে। তিনি অবশ্য ম্যাচ শেষে নিজেই মেনে নিচ্ছেন কুলদীপের বোলিং তাঁরও সবসময় বোধগম্য হয় না। সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ''ও তো দারুণ বল করছে। ওর বিরুদ্ধে উইকেটকিপিং করাটা আমি ভীষণ উপভোগ করি। তবে ও যা বল করছে, তাতে ফ্লাডলাইটের আলোয় আমার পক্ষেও অনেকসময় ওর বল বোঝা মুশকিল হয়ে যায়। আমি নিজেও সবটা বুঝতে পারি না। ও নতুন কিছু দক্ষতা রপ্ত করেছে এবং তা যে সুফল দিচ্ছে, তার প্রমাণ তো হাতেনাতে ধরা পড়ছে। ও দারুণ ছন্দে বল করে নিজের পরিকল্পনা বাস্তবায়িত করছে।''


তবে কুলদীপ চার উইকেট নিলেও এবং দল হারলেও, ম্যাচের সেরা নির্বাচিত হন তরুণ শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ওয়ালালাগে (Dunith Wellalage)। বল হাতে তিনি একাই ভারতীয় টপ অর্ডারে ধস নামান। নেন পাঁচ উইকেট। ব্যাট হাতেও শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ৪২ রানের অপরাজিত ইনিংসটি আসে তাঁর ব্যাট থেকেই। তবে পরেরবার থেকে আর রক্ষণ নয়, বরং ওয়ালালাগের বিরুদ্ধে আক্রমণেরই পন্থা বেছে নেবে টিম ইন্ডিয়া, আগেভাগেই পূর্বাভাস দিয়ে রাখলেন রাহুল যিনি এই ম্য়াচে মহামূল্যবান ৩৯ রানের ইনিংস খেলেন।