কলকাতা : প্রকৃতির তাণ্ডবলীলার ছাপ এখনও স্পষ্টও। গতকাল, মঙ্গলবারও ধস নেমেছে পার্বত্য দার্জিলিংয়ে। ফের আগামী ২৪ ঘণ্টায় তুমুল বৃষ্টির বার্তা দিল আবহাওয়া দফতর।  পূর্বাভাসে জানানো হল,  জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি নামল বলে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবেই।


আজ, বুধবার বৃষ্টি হলেও তা আগের মতো হবে না বলেই আশা আবহাওয়া দফতরের। বুধ থেকে বৃষ্টির পরিমাণ কমতে  উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবার আগামীকাল, ১৭ থেকে ১৯ জুলাই, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। এভাবেই ওয়াইড স্প্রেইড রেইন চলবে সোমবার পর্যন্ত।


আবহাওয়া দফতরের পূর্বাভাস,  দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে ছত্তীসগঢ়  ও বিদর্ভ এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা এখন গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে,  ১৯ জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হবে । মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে।


অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টি ঝরবে জেলায় জেলায়। বুধে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ১৯ জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।


শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি কলকাতাতে ভারী বৃষ্টি হতে পারে।  ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। ২১ জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 


মঙ্গলবার  রাতের তাপমাত্রা  ছিল ২৮.৪ ডিগ্রি। বুধবার দিনের তাপমাত্রা ৩২.১ ডিগ্রি। তাপমাত্রায় আপাতত তেমন কোনো উত্থান পতন নেই বলেই মনে করা হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯২ শতাংশ থাকছে। গত ২৪ ঘন্টায় কলকাতার আলিপুরে ৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।