অরিত্রিক ভট্টাচার্য, সন্দীপ সরকার, হিন্দোল দে, কলকাতা : অষ্টমীর সকালে রোদঝলমলে আবহাওয়া থাকলেও, বেলা বাড়তেই শুরু হয়েছে বৃষ্টি। মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। অষ্টমীর পুষ্পাঞ্জলি পর্ব শেষ হয়েছে। আর কিছুক্ষণেই সন্ধিপুজো। তার আগেই আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে। হাল্কা বৃষ্টিও হয়েছে শহর থেকে জেলার বেশ কিছু অংশে। দক্ষিণ কলকাতার বেশ কিছু অংশে হাল্কা বৃষ্টি হয়েছে। 

Continues below advertisement

অষ্টমীর সকালে দক্ষিণ কলকাতার একাংশে হালকা বৃষ্টি। অষ্টমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, জানাল হাওয়া অফিস। আজই উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীতে আকাশ ঢাকবে কালো মেঘে। নিম্নচাপের জেরে দশমী, একাদশীতে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অষ্টমীতে কলকাতায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। নবমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দশমীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। একাদশীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।         

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকালের মধ্যেই একটি নতুন নিম্নচাপ তৈরি হয়ে যাবে। আজ অষ্টমীর দিন বেশি বৃষ্টি হবে না। যেমন হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, তেমনটাই হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। তবে নবমীতে নিম্নচাপ তৈরির পর কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগের বলা তথ্য মতোই দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজো শুরুর দিকে যেমন বিরূপ আবহাওয়া ছিল, তেমনটাই দেখা যেতে পারে দুর্গাপুজোর শেষ লগ্নেও। তবে অষ্টমীর দিন তেমন ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টিই হতে পারে।          

Continues below advertisement

আজ উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। নিম্নচাপের জেরে দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমীর সকালে দক্ষিণ কলকাতার একাংশে হাল্কা বৃষ্টি হয়েছে। পুজোর মধ্যে কিছুটা তাল কাটল এই বৃষ্টি। যদিও এবার পুজোয় যে দফায় দফায় নিম্নচাপের জেরে বৃষ্টি হবে, তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মিলে গিয়েছে। নবমীতে নতুন করে নিম্নচাপ তৈরি হবে। তার জেরে দশমী ও একাদশীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমীতেই ঘন কালো মেঘে ডেকেছে আকাশ। হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায়। মহাষ্টমীর আনন্দে কিছুটা তাল কাটল এই বৃষ্টি।