ঝিলম করঞ্জাই, কলকাতা : মরুশহর জয়সলমীর আর দুবাইকে টেক্কা দিল কলকাতা আর পানাগড়ের তাপমাত্রা। বৈশাখের শুরুতেই রেকর্ডের পর রেকর্ড ভাঙছে গরম!  গত ৫০ বছরে এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম দেখা যায়নি । সোমবারও দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।  সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে তাপমাত্রা মোটের উপর তেমন কমার কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির পর ১-২ ডিগ্রি কমলেও তা ফের বাড়বে।


দক্ষিণবঙ্গের আবহাওয়া 


পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগণা চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে। বাকি জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা।  কলকাতা, হাওড়া, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান ও পুরুলিয়াতে তাপপ্রবাহের সতর্কিকরণ দিয়েছে আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইতে পারে।


রবিবার পানাগড়ে  তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে , সপ্তাহভরই চলবে এমন তাপপ্রবাহ।  দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। 
চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া।  আবহাওয়া দফতরের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে, যাতে প্রয়োজন ছাড়া কেউ সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না বের হন। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।  নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার ২২ এপ্রিল। ঘূর্নাবর্ত রয়েছে হরিয়ানা এবং আসাম সংলগ্ন এলাকায়। পূর্ব পশ্চিম অক্ষরেখা বিহার থেকে আসামের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে তামিলনাড়ু পর্যন্ত। 


আরও পড়ুন :                          
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?


 উত্তরবঙ্গের আবহাওয়া 


উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য জেলাগুলিতে।  


মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে বইবে হালকা ঝোড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  


আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? 


 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।