সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও, উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা ( Red Alert Of Rain )  রয়েছে।  শনিবার থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমবে, সেই সঙ্গে  বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।  উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস শনি ও রবিবার। আবহাওয়া দফতর সূত্রে খবর,  মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির গোয়ালিয়ার সাতনা গয়া হয়ে মালদার উপর দিয়ে পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে একটি ঘুর্নাবর্ত তৈরি হবে ১৬ জুলাই রবিবার।



  শনি ও রবিবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গেও

দক্ষিণবঙ্গে ( South Bengal Weather )  একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে । শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে জেলায় জেলায়।  শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।



অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা কোন কোন জেলায়

 পার্বত্য এলাকা সহ উপরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। প্রবল বৃষ্টির লাল সতর্কতা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতেও। কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও। কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। তবে উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলাতে। রবিবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ।


প্লাবনের পরিস্থিতি 

নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা , তোর্সা,  জলঢাকা,  সঙ্কোষ নদীতে জল বিপদসীমা ছাড়তে পারে। নিচু এলাকার ফসলের ক্ষতি। বিশেষ করে হর্টিকালচার এর বেশি ক্ষতি হতে পারে। পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে। ধ্বস নেমে যান চলাচল ব্যাহত হতে পারে। উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির স্পেলে নিচু এলাকা প্লাবিত হতে পারে।


 কলকাতার আবহাওয়া 
 বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৮৮ শতাংশ। 


ভিন রাজ্যে কেমন পরিস্থিতি আবহাওয়ার 

শনি ও রবিবার উত্তরাখণ্ডে ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা। বিহারেও ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ ছত্রিশগড় রাজস্থান সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।  অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী পাঁচ দিন। কঙ্কন ও গোয়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কর্ণাটক কেরালা মাহেতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।