কলকাতা: রাতেও নেই স্বস্তি। নেই ভোরের বাতাসেও স্নিগব্ধতা। স্নান সেরেও দরদরিয়ে ঘামে ভিজে যাচ্ছেন রাজ্যের মানুষ। কলকাতা তো বটেই, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া হলে তো কথাই নেই। ট্রেনে-বাসে জানালা খুললেই আগুনে হাওয়ার ঝটকা মুখে এসে লাগছে। কাজ সেরে বাড়ি ফেরার পরও কার্যত স্বস্তি ফিরছে না। রবিবার আবহাওয়া বদলাতে পারে, এই পূর্বাভাস তো মিলেছে। কিন্তু তার আগে ? অর্থাৎ আজ-আগামীকাল এবং পরশু কেমন থাকবে আবহাওয়া ? সহ্যসীমা পার হয়ে যাবে না তো ? জানাল আবহাওয়া দফতর (Weather Office)। 


৬ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, দুই বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে, আজও পশ্চিমাঞ্চলের এই ৬ টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলির ক্ষেত্রেও তাপপ্রবাহের সতর্কতা থাকছে। যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলায় আজ এবং আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। ৫ মে থেকে তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে অনেক জেলা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে আজও।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজকেও স্বস্তির কোনও খবর নেই।বেশ কিছু জায়গাতে, যেগুলি মূলত উপকূলবর্তী অঞ্চলে তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জন্য আজও সেই সম্ভাবনা বহাল থাকছে। তবে তাপপ্রবাহের থেকে আগামী দুই দিনের আগে নিষ্কৃতি নেই। 


তাপমাত্রার সঙ্গে জ্বালা ধরাচ্ছে আর্দ্রতা


পয়লা বৈশাখের পর থেকেই বাংলায় গরম বেড়েই চলেছে। সূর্যের তেজ এতটাই বাড়ছে যে, সানস্ট্রোকে মৃত্য়ু পর্যন্ত হয়েছে এরাজ্যে। মূলত রাজ্যের বাইরে দিল্লিতেও পারদ সপ্তমে। কিন্তু এরাজ্যে বাড়তি যন্ত্রনা হল আর্দ্রতা। গরম লেগে ঘাম বেরিয়ে শরীর থেকে নুন-জল নিমেশে নেমে যাওয়ায় বিপদের আশঙ্কা বেড়ে যায়।  সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে অবধি খুব প্রয়োজন না হলে বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। বারবার এই সচেতনার বার্তা আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। পাশাপাসি নুন-জল, ওআরএস খেতে বলা হচ্ছে। প্রয়োজনে যদি বাইরে বের হতে হয়, সঙ্গে টুপি, ছাতা রাখতে বলা হচ্ছে।


আরও পড়ুন, শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সের প্রশংসা করলেন কুণাল ঘোষ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।