সঞ্চয়ন মিত্র, কলকাতা : বঙ্গোপসাগরে ( Bay Of Bengal )  শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তাই শরতের আকাশে কালো মেঘের ঘনঘটা, সকাল থেকে কলকাতা-সহ ( Kolkata Weather ) জেলায় জেলায় শুরু হয়েছে ঝেঁপে বৃষ্টি ( Heavy Rain In Bengal ) । উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলার প্রায় সব জেলাতেই। আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের শনি ও রবিবার উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।



ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায়

আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চলতে পারে । উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সোম ও মঙ্গলবারেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের এ জেলাগুলিতে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন

উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টি বাড়বে। সোম ও মঙ্গলবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 
মঙ্গল থেকে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। 

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ৫.৪ মিলিমিটার। 

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা, কী জানাচ্ছে IMD র ওয়েবসাইট ? 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
30-Sep 26.0 29.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
01-Oct 27.0 30.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
02-Oct 27.0 30.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
03-Oct 27.0 31.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
04-Oct 27.0 30.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
05-Oct 27.0 31.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন :

কটাল ও নিম্নচাপের জোড়া ফলা, তুমুল বৃষ্টি সুন্দরবনে, দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা