অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শীত শেষে অকাল বর্ষণ। ভাসল কলকাতা। দুর্যোগ এখনও শেষে হয়নি। আগামী উইকএন্ড অবধি বাংলা জুড়ে দাপট দেখাবে। অক্ষরেখা এবং জোড়া ঘূর্ণাবর্তের জেরেই বসন্তের শুরুতে রেকর্ড বৃষ্টি পেল কলকাতা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আলিপুরেই বৃষ্টিপাত প্রায় ৪৮ মিলিমিটার। আর এই বৃষ্টির জেরেই শীতের শেষবেলায় ফের ঠান্ডার আমেজ পেল বাংলা। বড়সড় পতন হয়েছে দিন ও রাতের তাপমাত্রায়। এক রাতে ৫ ডিগ্রি পারদ পতন হয়েছে মহানগরেই। গ্রামগঞ্জে ফের যেন ফিরেছে শীতকাল।
পরশু কলকাতা শহরের তাপমাত্রা ৩০.৯ থেকে গতকাল হয়েছে ২৭.৫ ডিগ্রি। প্রায় ৪ ডিগ্রি পারদ নেমেছে। শুক্রবারও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলায়। শনিবার থেকে সমগ্র দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সতর্কতাও রয়েছে।
রবিবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ বঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরে মালদা, জলপাইগুড়ি,দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। সোমবারের পর থেকে কিছুটা শুষ্ক আবহাওয়া থাকবে, কমবে বৃষ্টি। ফের বাড়বে তাপমাত্রা।
বসন্তের অকাল বর্ষণে রাজ্যজুড়ে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষিবিজ্ঞানীরা। পাশাপাশি আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষিবিদরা। ক্ষতি হতে পারে আমের মুকুল এবং মরশুমি সবজির ফলনে।
আপাতত একটানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। বৃষ্টিপাত চলবে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনি ও রবিবার। শনিবার এবং রবিবার এই দুই দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই।
কলকাতার আবহাওয়া
বসন্তের রেকর্ড বৃষ্টিতে হুহু করে নেমেছে দিন ও রাতের পারদ। শুক্রবার আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা