Israel Bus Explosions: একের পর এক বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ, বিরাট 'জঙ্গি হামলা'র আশঙ্কা

Israel Blast: গাজায় যুদ্ধবিরতির সময় এই বিস্ফোরণগুলি ঘটেছে বলে খবর।

Continues below advertisement

নয়া দিল্লি: বৃহস্পতিবার ইজরায়েলে বাসে পর পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মধ্য ইজরায়েলের একটি পার্কিং লটে পার্ক করা তিনটি বাসে এই বিস্ফোরণগুলি ঘটে। আরও দুটি বাসে বিস্ফোরক পাওয়া গেছে, তাই জঙ্গি হামলার সন্দেহ করছে এটি একটি সন্ত্রাসী হামলা। 

Continues below advertisement

বাত ইয়াম নামক স্থানে তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কেউ আহত হওয়ার কোনও তথ্যও নেই। গাজায় যুদ্ধবিরতির সময় এই বিস্ফোরণগুলি ঘটেছে বলে খবর। ইতিমধ্যেই ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি নিরাপত্তা সভা ডেকেছেন।                             

সেখানের চ্যানেল ১৩ টিভির খবরে বলা হয়েছে, পুলিশ প্রতিনিধি আসি আহারোনি আরও দুটি বাসে বিস্ফোরক আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। অফিসাররা জানিয়েছেন, পাঁচটি বোমাই ছিল এবং এগুলিতে টাইমিং ডিভাইস লাগানো ছিল। বোমা নিষ্ক্রিয়কারী দল ওই ডিভাইসগুলি নিষ্ক্রিয় করেছে।                                                            

পুলিশের মুখপাত্র হাইম সারগ্রোফ ইজরায়েলি টিভিকে বলেছেন যে, একজন ব্যক্তি একাধিক বাসে বিস্ফোরক পুঁতে রেখেছিলেন নাকি একাধিক অপরাধী জড়িত ছিল তা নির্ধারণের চেষ্টা চলছে। সারগ্রোফ এই বিস্ফোরক এবং পশ্চিম উপকূলে পাওয়া বিস্ফোরকগুলির মধ্যে মিলের কথা উল্লেখ করেছেন, কিন্তু আর কোনও বিশদ বিবরণ দেননি। বাত ইয়ামের মেয়র তজভিকা ব্রট একটি বিবৃতিতে বলেছেন, "এটি একটি বিশাল বিস্ফোরণ ছিল, তবে কেউ আহত হয়নি কারণ বিস্ফোরণের সময় বাসগুলি খালি ছিল এবং পার্কিং লটে পার্ক করা ছিল"।  

আরও পড়ুন, 'আমরা শিক্ষিত হয়ে এসব কেন নেব!', শ্বশুরের দেওয়া ৫ লক্ষ যৌতুক ফেরালেন জামাই

এদিকে, মধ্য ইসরায়েলে পাবলিক বাসে পর পর  বিস্ফোরণের পর ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি নিরাপত্তা সভা করবেন। পুলিশ তিনটি বাস বিস্ফোরণ এবং আরও দুটি ডিভাইস নিষ্ক্রিয় করার খবর প্রকাশের পর জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সামরিক সচিবের কাছ থেকে IED ঘটনা সম্পর্কে ক্রমাগত আপডেট নিচ্ছেন এবং শীঘ্রই একটি নিরাপত্তা মূল্যায়ন করবেন"। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Continues below advertisement
Sponsored Links by Taboola