পুজোর আগে কি বৃষ্টি থেকে মুক্তি ? আবহাওয়া দফতরের কাছে এই প্রশ্নের উত্তরই খুঁজছে বাংলার মানুষ। ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে এই বছর জুন থেকে সেপ্টেম্বরের ১২ তারিখ পর্যন্ত, বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে বেশিই। এই মরশুমে মোট বৃষ্টি হয়েছে ১১৯৫.৪ মিমি। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুসারে, স্বাভাবিকের তুলনায় ১ শতাংশ বেশি। এর মধ্যে ১৪টি জেলাতে বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিক, ৫টি জেলা স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট ৪টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ছত্তীসগঢ়ের দিকে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। তবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, উত্তরবঙ্গে শনি ও রবিবার অতিভারী বৃষ্টি চলবে । অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে কিছু জেলায়। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ৭ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আজ
শনিবার জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। ৭ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পূর্ব দিকের জেলায়।
রবিবার ৯ জেলায় বৃষ্টি
৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রবিবার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব পশ্চিম বর্ধমান , বীরভূম , নদীয়া, কলকাতা , হাওড়া, হুগলিতে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
শনিবার ফের অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উপরের পাঁচ জেলাতেই। দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।
কলকাতার আবহাওয়া
আজ আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।