ঝিলম করঞ্জাই, কলকাতা : বৈশাখের তীব্র তাপ ধুইয়ে দিল সোমবারের প্রবল বৃষ্টি। কয়েকঘণ্টার টানা ধারাপাতে ভাঙল গাছ, ছিঁড়ল তার, পশ্চিমবঙ্গের বহু এলাকা ডুবল অন্ধকারে। এক কথায় তাণ্ডব চালাল বর্ষণ। তবে স্বস্তি পেল বাংলা। বৃষ্টি চলবে মঙ্গলবারও।  বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কতার মধ্যেই রাজ্যের দুই জেলায় তৃতীয় দফার লোকসভা ভোট শুরু হল।  ৭ মে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া অথবা কালবৈশাখীর সতর্কতা রয়েছে। আগামী ৪৮ ঘন্টা চলবে ঝড় বৃষ্টি।  এই আবহাওয়া থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। 


কোথায়  অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখাটি?


আবহাওয়া দফতর জানাচ্ছে, ঝাড়খন্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। সেই সঙ্গে  সমুদ্রে দমকা ঝড়ো হাওয়া, যার গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে।  তাই  মৎস্যজীবীদের আগেভাগেই  সতর্ক করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


মঙ্গলবার  ১১ জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে -



  • কলকাতা

  • হাওড়া

  • পূর্ব ও পশ্চিম বর্ধমান

  • ঝাড়গ্রাম

  • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

  • বাঁকুড়া

  • হুগলি

  • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় 


রাজ্যজুড়ে  বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে বা তার বেশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।  ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়।  দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে। অনুমান আবহবিদদের। 


মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে   পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।


বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি ও ঝড় বেশি হওয়ার সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।  সোমবার থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। সপ্তাহভর বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০/৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 


আরও পড়ুন :


Loksabha Elections 2024 Phase 3: কোথায় কোথায় ভোট তৃতীয় দফায়? জানুন বিস্তারিত