Google Pixel 8a: ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৮এ ফোন (Google Pixel 8a)। এখনও আনুষ্ঠানিক ভাবে এই ফোনের লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেনি গুগল কর্তৃপক্ষ। কিন্তু ফোনে লঞ্চ হওয়ার আগে গুগল পিক্সেল ৮এ (Google Pixel 8a Features) সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। অনুমান করা হচ্ছে, হয়তো মে মাসেই এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। Google I/O 2024 ইভেন্টে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। আর গুগলের এই ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ মে। গুগল পিক্সেল ৮এ ফোনের প্রি-অর্ডার শুরু হলেই বোঝা যাবে কবে এই ফোন দেশে লঞ্চ হবে। একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার থাকতে চলেছে গুগল পিক্সেল ৮এ ফোনে। 


গুগল পিক্সেল ৮এ ফোনের সম্ভাব্য ডিজাইন, বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে, দেখে নিন এতদিনে এই ফোন সম্পর্কে কী কী জানা গিয়েছে 



  • গুগল পিক্সেল ৮এ ফোনের ডিসপ্লের উপর থাকতে চলেছে একটি পাঞ্চ হোল কাট আউট যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে।

  • এই ফোনের ডিসপ্লের চারপাশে যে ফ্রেম থাকবে তার কোণ বা এজ অংশগুলি হবে রাউন্ডেড, অর্থাৎ গোলাকার। 

  • ফোনের ডানদিকের সাইডের অংশে ভলিউম এবং পাওয়ার বাটন থাকতে পারে। আর বাঁদিকের অংশে থাকতে পারে একটি সিম পোর্ট। 

  • ফোনের নীচের অংশে একটি চার্জিং পোর্ট দেখা যেতে পারে। 

  • গুগল পিক্সেল ৮এ ফোনের ব্যাক বা রেয়ার প্যানেলে থাকবে ক্যামেরা মডিউল। অন্যান্য পিক্সেল ফোনের মতো চওড়া সমান্তরাল স্ট্র্যাপে থাকবে দুটো ক্যামেরা সেনসর এবং একটি এলইডি ফ্ল্যাশ। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে গুগল পিক্সেল ৮এ ফোনে। 

  • গুগল পিক্সেল ৮এ ফোনে ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • এই ফোনে গুগলের নিজস্ব টেনসর জি৩ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য গুগল পিক্সেল ৮ ফোনে এই প্রসেসরই রয়েছে। 

  • গুগল পিক্সলে ৮এ ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকার কথা রয়েছে। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 

  • অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে এই ফোনে। সাত বছরের অ্যান্ড্রয়েড ওএস এবং সিকিউরিটি আপডেট পাওয়া যেতে পারে এই ফোনে।

  • গুগল পিক্সেল ৮এ ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ওয়্যারলেস চার্জিং ফিচারও দেখা যেতে পারে এই ফোনে। 

  • গুগল পিক্সেল ৭এ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৮এ ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। 


আরও পড়ুন- ভারতে হাজির এসারের নতুন ল্যাপটপ, রয়েছে দুটো ব্যাটারি, আর কী কী ফিচার তাক লাগাবে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।