অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শীত কি এবার ধীরে ধীরে কমছে ? শীতের আমেজ কি আর মিলবে না ? উত্তর, 'মিলবে'। সপ্তাহান্তেই জমিয়ে শীতের আমেজ পড়বে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে, আগামী ৪-৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। ১৮ জানুয়ারির আগে সর্বনিম্ন তাপমাত্রা কমার কোন সম্ভাবনাও নেই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও।


নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। আজ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। ঘূর্ণাবর্ত রাজস্থান ও সংলগ্ন এলাকায়। 


দক্ষিণবঙ্গ-


হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। প্রায় সব জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শীতের আমেজ পৌষ সংক্রান্তিতে। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু বাড়ল। আগামী ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। সপ্তাহের শেষে শনিবার আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। উইকেন্ডে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রা কমতে পারে।


উত্তরবঙ্গ-


উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ৫০ মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নীচে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। চার-পাঁচ দিন একই রকম থাকবে পারদ। সপ্তাহান্তে আবার নামবে তাপমাত্রা।


কলকাতা -


সকালে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। পরে মূলত পরিষ্কার আকাশ থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। আগামী ৪/৫ দিন সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। কলকাতায় হালকা/মাঝারি কুয়াশা। ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩-৮৮ শতাংশ। 


ভিনরাজ্য-


আজ ঘন কুয়াশা, কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর-পশ্চিমের সমতলে। অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ। ঘন কুয়াশায় ঢাকা থাকবে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, সিকিম, বিহার, ওড়িশা, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। কাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজধানী দিল্লি-সহ পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং রাজস্থানে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে।