মুম্বই: তাঁর ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন, অধিনায়কত্ব নিয়েও সমালোচনার ঝড়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ নিয়ে এখন জোর জল্পনা। এরই মাঝে মুম্বইয়ের রঞ্জি ট্রফি (Mumbai Ranji Team) অনুশীলনে নামছেন রোহিত।


সামনেই ইংল্যান্ড সিরিজ়। তারপরেই ভারতীয় দলের পরবর্তী বড় অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে সেই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তবে রোহিতের একদমই ফর্ম নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের একাদশ থেকে নিজেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলে জানিয়েছিলেন রোহিত।


এমন পরিস্থিতিতে ফর্মে ফেরার লক্ষ্যে, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ইতিমধ্যেই রোহিত মুম্বইয়ের এমসিএ-বিকেসি মাঠে নিজের অনুশীলন শুরু করে দিয়েছেন বলে খবর। মঙ্গলবার তাঁকে মুম্বইয়ের রঞ্জি ট্রফির অনুশীলনেও দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী রোহিত নিজেই মুম্বইয়ের টিম ম্য়ানেজমেন্টকে জানিয়েছেন তিনি দলের অনুশীলনে যোগ দেবেন। রেকর্ড রঞ্জি চ্যাম্পিয়ন নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠেই জম্মু ও কাশ্মীরের মুখোমুখি হবে। সেই ম্যাচের জন্য মঙ্গলবার থেকে অনুশীলন করবেন অজিঙ্ক রাহানেরা। মাঝ পিচে হবে অনুশীলন। সেখানেই রোহিতও যোগ দেবেন বলে খবর।    


ভারতীয় কোচ যেখানে দলের ব্যর্থতার পর সকলকেই সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলেছেন। সেখানে রোহিতের এই অনুশীলনের অর্থ কি তিনি মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে নামবেন? সেই জবাব এখনও পাওয়া যায়নি। রোহিত অনুশীলনে আসবেন জানালেও, ম্য়াচ খেলবেন কি না, সেই নিয়ে এখনও কিছুই জানাননি বলে শোনা যাচ্ছে। 


মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের খুঁটিনাটির বিষয়ে অবগত এক সূত্র দাবি করেন, 'ওঁ মুম্বই রঞ্জি ট্রফি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। তবে ওঁ জম্মু কাশ্মীরের বিরুদ্ধে পরবর্তী রঞ্জি ট্রফি ম্যাচে খেলবেন কি না, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমসিএ নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজের সিদ্ধান্তের কথা ওঁ জানিয়ে দেবে।'     


প্রায় এক দশক আগে ২০১৫ সালে রোহিতকে শেষবার মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্য়াচ খেলতে দেখা গিয়েছিল। উত্তরপ্রদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ায় মাত্র ১০.৯৩ গড়ে রান করার পর তাঁর জায়গা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে, সেখানে রোহিত নিজের অস্ত্রে পুনরায় শান দেওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটেই বেছে নেন কি না, সেটাই দেখার বিষয়।  


আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র হাতে কপিল দেবের বাড়িতে ছুটেছিলেন যুবরাজের বাবা যোগরাজ! কিন্তু কেন?