Weather Update: ভারী বৃষ্টি না হলেও, বর্ষণ চলবেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। এর পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক থাকার কারণে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বেশ পরিবর্তন হয়েছে। ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ। শুরু হয়েছে বৃষ্টি। বইছে ঠান্ডা এবং ঝোড়ো হাওয়াও। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 

উত্তরবঙ্গে ২১শে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। 

আজ শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা - এই জেলাগুলিতে। 

আগামীকাল রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। 

সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। কিছু কিছু জেলাযর অল্প কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ২ দিন।  তবে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বুধবার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া- এই জেলাগুলিতে। 

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ১০০ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৩২.৬ মিলিমিটার।